এনসিবিসি কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের ৩৫টি মুসলিম জাতিকে বাদ দিল; মমতা সরকারের তোষণ রাজনীতিকে কটাক্ষ বিজেপির
কলকাতা :
পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের ৩৫টি জাতিকে বাদ দেওয়ার জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের (এনসিবিসি) সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তোষণমূলক রাজনীতি করেছে — এমনটাই অভিযোগ করেছে বিজেপি।
রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকার উত্থাপিত একটি অনতিদৃষ্ট প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বি.এল. বর্মা এনসিবিসি-র এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেন।
বর্মার জবাবে বলা হয়েছে,“২০২৫ সালের ৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি জাতিকে বাদ দেওয়ার জন্য জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন তার পরামর্শ প্রদান করেছে।”
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য বুধবার সকালে এক বিবৃতি দেন। তিনি বলেন, এনসিবিসি-র এই পদক্ষেপ দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক লাভের আশায় ধর্মীয় সম্প্রদায়কে ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে প্রকৃতপক্ষেই পিছিয়ে থাকা হিন্দু গোষ্ঠীগুলি তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
মালব্য বলেন,“মোদী সরকার বহু দশকের তোষণ-নির্ভর বিকৃতি সংশোধন করছে এবং ভোটব্যাংক নয়, প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণির ভিত্তিতে সামাজিক ন্যায় নিশ্চিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াশীল রাজনীতির মেয়াদ শেষ হয়ে গেছে।”
এর আগে, চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা সংক্রান্ত মামলার শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি রাখে এবং জানিয়ে দেয় যে মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কলকাতা হাই কোর্ট কোনওভাবেই এগিয়ে যেতে পারবে না।
চলতি বছরের ১৭ জুন কলকাতা হাই কোর্টের এক বিভাগীয় বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকারকে জানায় যে নতুন ওবিসি তালিকার চূড়ান্ত বিজ্ঞপ্তি ৩১ জুলাই পর্যন্ত প্রকাশ করা যাবে না।