মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে নিয়োগ পাচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

Story by  atv | Posted by  Aparna Das • 3 d ago
ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সার্জিও গোর
ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সার্জিও গোর
 
নিউ ইয়র্ক/ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকারী সার্জিও গোর-কে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বর্তমানে গোর হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার এক সামাজিক মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, ৩৮ বছর বয়সী গোর তাঁর “অত্যন্ত প্রিয় বন্ধু, যিনি বহু বছর ধরে আমার পাশে রয়েছেন।”
 
ট্রাম্প লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি সার্জিও গোর-কে পদোন্নতি দিয়ে ভারতের প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করছি।”
 
ট্রাম্প আরও জানান, রাষ্ট্রদূতের পাশাপাশি গোর দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ে বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন।
 
এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা চলছে।
 
ট্রাম্প বলেন, গোর ও তাঁর দল “রেকর্ড সময়ে” ফেডারেল দপ্তর ও সংস্থাগুলিতে প্রায় ৪,০০০ জন কর্মকর্তার নিয়োগ তদারকি করেছেন এবং বর্তমানে ৯৫ শতাংশেরও বেশি পদ পূর্ণ হয়েছে।
 
সিনেটের অনুমোদন না হওয়া পর্যন্ত গোর হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।
 
ট্রাম্প লিখেছেন, “গোর আমার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারে কাজ করেছেন, আমার বেস্টসেলার বই প্রকাশ করেছেন এবং আমাদের আন্দোলনকে সমর্থন করা অন্যতম বৃহৎ সুপার প্যাক পরিচালনা করেছেন।”
 
প্রশাসনে গোরের ভূমিকা ট্রাম্প বর্ণনা করেছেন “অত্যন্ত গুরুত্বপূর্ণ” হিসেবে, যা তাঁর রাজনৈতিক অঙ্গীকার পূরণে সহায়ক হয়েছে।
 
তিনি আরও যোগ করেন, “বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলের জন্য এমন একজনকে চাই, যাঁর ওপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং আমেরিকাকে আবার মহান করে তোলার জন্য। সার্জিও একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন। অভিনন্দন সার্জিও!”
 
একটি সামাজিক মাধ্যম পোস্টে গোর লিখেছেন, মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাসের জন্য “অপরিসীম কৃতজ্ঞ।”
 
তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা হবে আমার জীবনের সর্বোচ্চ সম্মান।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যমে লিখেছেন, গোর “আমাদের দেশের জন্য ভারতে এক অসাধারণ রাষ্ট্রদূত হবেন।”
 
এরিক গারসেটি, যিনি ২০২৩ সালের মে মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন, তাঁর পরবর্তী হিসেবে দায়িত্ব নেবেন গোর।