ঢাকা
ভারত ও বাংলাদেশ আগামী ২৫ থেকে ২৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত ৫৬তম ডিজি-স্তরের সীমান্ত সমন্বয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত করতে যাচ্ছে। প্রতিবছর দুইবার করে এই সম্মেলন অনুষ্ঠিত হয় পালাক্রমে নয়াদিল্লি ও ঢাকায়।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বি এস এফ-এর মহাপরিচালক (DG) দিলজিৎ সিং চৌধুরি।বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক (DG) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বি এস এফ-এর একজন মুখপাত্র জানিয়েছেন,সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এবং দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ভালো সমন্বয় সাধন করা।
এর আগে সর্বশেষ বি এসএফ-বিজিবি সীমান্ত সম্মেলন ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় তিন দিনের বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তা,জঙ্গি নিয়ে কথা তুলতে পারে ভারত! বাংলাদেশের নজরে ‘পুশ-ইন’ বি এস এফ-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্তের পরিকাঠামো, বিএসএফ জওয়ানদের উপর হামলার বিষয় নিয়ে মূলত আলোচনা হবে বৈঠকে।তবে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বৈঠকে আলোচনা হবে কি না, ওই বিবৃতিতে তা স্পষ্ট করে বলা হয়নি।২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরে গত ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২০ তারিখে দিল্লিতে বৈঠকে বসেন বি এস এফ এবং বিজিবি কর্তারা। সোমবার ঢাকায় আবার বৈঠকে বসবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদল।
ভারত থেকে লোকজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানো নিয়ে কথা হতে পারে বৈঠকে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে, ৭ মে থেকে ১৫ অগস্ট পর্যন্ত ভারত বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ২,১৯৬ জনকে পাঠিয়েছে। বিজিবির দাবি, যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ৩৯ জন মায়ানমারের নাগরিক। ভারতে রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তুদের হাই কমিশনারের খাতায় তাঁদের নাম নথিভুক্ত রয়েছে। বিজিবি বলেছে, ফেরত পাঠানো লোকজনের মধ্যে ১০০ জন ভারতের নাগরিক। তাদের আরও দাবি, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ছ’জন ভারতীয়কে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে এক সন্তানসম্ভবা মহিলাও রয়েছেন। ওই ছ’জনের কাছে বাংলাদেশের ভিসা নেই।
বিজিবির দাবি, যে ভাবে এই লোকজনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাতে ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যুগ্ম নির্দেশিকা, অতীতের ডিজি স্তরের বৈঠকে নির্ধারিত নীতি লঙ্ঘিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। আরও খবর, সীমান্তে হত্যার প্রসঙ্গও তোলা হতে পারে বিজিবির তরফে।