শ্রীনগর
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি তাঁর সর্বশেষ বই ‘জেবা: অ্যান অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’ প্রকাশ করলেন ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের (ICC) শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। শ্রীনগরে আয়োজিত এই অনুষ্ঠান একসঙ্গে তুলে ধরল সংস্কৃতির গর্ব এবং সাহিত্যিক সৃজনশীলতার ঝলক। বিশিষ্টজন, উদ্যোক্তা ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে হুমা কুরেশি বইটির প্রেরণা প্রসঙ্গে বলেন, “অনেক কিছুই অনুপ্রেরণা হয়েছে। তবে আমি চাই পাঠকরা পড়ে নিজেরাই আবিষ্কার করুন। ছোট্ট একটি ইঙ্গিত দিই, এটি এক তরুণীর সুপারহিরো হয়ে ওঠার গল্প। বইয়ের ভেতরে আমি এক কল্পিত পাহাড়ঘেরা দেশ এঁকেছি, যেখানে তেলের ভাণ্ডার আছে, আছে এক দুষ্ট রাজার শাসন। আর সেই তরুণী কীভাবে সেই রাজাকে পরাস্ত করে, সেই কাহিনি…। তারপর গল্প ঘুরে যায় রাজবংশের ইতিহাস, সেই রাজাদের আদি সূত্র পর্যন্ত। আর যে চরিত্র দিয়ে এই যাত্রার শুরু, সেটি আসলে আমার মায়ের অনুপ্রেরণায়।”
শ্রীনগরে আইসিসি ইভেন্টে হুমা কুরেশির সাথে খালিদ ওয়ানি
কাশ্মীরি নারীদের প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমি কাশ্মীরের সন্তান। ছোটবেলা থেকে আমার পরিবারে, আশেপাশে যে নারীদের দেখেছি, তাঁদের থেকে শক্তি ও ধৈর্য শিখেছি। আমি এমন কোনো নারীকে দেখিনি যিনি শক্তিশালী নন। শক্তির প্রকাশের রূপ ভিন্ন ভিন্ন হতে পারে, কখনও ধৈর্য ধরা, কখনও নীরব থেকে নিজের অবস্থান ধরে রাখা, এসবও গভীর শক্তির বহিঃপ্রকাশ। এ সবই আমি কাশ্মীরি নারী ও আমার পরিবার থেকেই শিখেছি।”
এই অনুষ্ঠানে আইসিসি কাশ্মীর বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান খালিদ ওয়ানি হুমা কুরেশির সঙ্গে কথোপকথন করেন। তিনি বলেন, "এই আলোচনা ছিল অনুপ্রেরণাদায়ক। কুরেশি তাঁর অভিনয়জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ আর সাফল্যের গল্প অকপটে ভাগ করে নিলেন। কিভাবে তিনি অভিনয় থেকে লেখালেখির জগতে পা বাড়ালেন, আর কিভাবে গল্প বলার শক্তি দুই মাধ্যমেই সমানভাবে কার্যকর হতে পারে, সে কথাও জানালেন। উপস্থিত সবাই তাঁর যাত্রাপথের উত্থান-পতনের বর্ণনায় মুগ্ধ হয়েছিলেন।”
এদিকে, কাজের ক্ষেত্রে হুমা কুরেশির অভিনীত ‘বয়ান’ নির্বাচিত হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি সেকশন-এ বিশ্বপ্রিমিয়ারের জন্য।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লেখক-পরিচালক বিকাশ রঞ্জন মিশ্র, যিনি ‘চৌরঙ্গা’ ছবির জন্য সুপরিচিত। ‘বয়ান’ প্রযোজনা করেছে প্লাটুন ওয়ান ফিল্মস, যা আগে ঘাট (বার্লিনালে ২০২৩) এবং পিকাসো (জাতীয় পুরস্কারপ্রাপ্ত, অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত প্রথম সরাসরি ডিজিটাল মারাঠি ছবি)-এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছে।
শ্রীনগরে হুমা কুরেশির বই ‘জেবা’ উন্মোচনে হুমা কুরেশির সাথে খালিদ ওয়ানি
এছাড়াও প্রযোজনায় আছেন মধু শর্মা (সামিট স্টুডিওস), কুনাল কুমার, অনুজ গুপ্ত; এবং সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন সুইজারল্যান্ড-ভিত্তিক সাদিক কেশওয়ানি (গাইডান্ট ফিল্মস)। হুমা কুরেশি নিজেও ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
‘বয়ান’-এর অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন চন্দ্রচূর সিংহ, সাচিন খেদেকর, স্যান্ড, অভিজিৎ দত্ত, বিভোর ময়ঙ্ক, সম্পা মণ্ডল, স্বাতী দাস, অদিতি কাঞ্চন সিংহ ও পেরি ছাবড়া।
পরিচালক বিকাশ রঞ্জন মিশ্র ছবিটিকে বর্ণনা করেছেন, “সমসাময়িক ভারতের এক মর্মস্পর্শী প্রতিফলন, যেখানে ক্ষমতা ও লিঙ্গ রাজনীতির টানাপোড়েন প্রায়শই অদৃশ্য অথচ ভীষণভাবে বিস্ফোরক।”