রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারঃ ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
রাশিয়ার রাষ্ট্রপতি  পুতিনের সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
 
মস্কো

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর তাঁর সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে কয়েক ঘণ্টার বিস্তৃত আলোচনা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
 
মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগ তোলার সময়েই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “আমরা বিশ্বাস করি, ভারত ও রাশিয়ার সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর অন্যতম।” তিনি আরও বলেন, “ভূ-রাজনৈতিক অভিসরণ, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং জনগণের আবেগই এই সম্পর্কের মূল চালিকা শক্তি।”
 
তিনদিনব্যাপী রাশিয়া সফরের সময় জয়শঙ্কর ভারত-রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের (IRIGC-TEC) ২৬তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে কাজ করেন এবং মস্কোতে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামের বৈঠকে ভাষণ দেন।