আন্তর্জাতিক যোগাসনে শ্রেষ্ঠত্ব দেখাল নদিয়ার দুই কন্যা

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
নদিয়ার দুই মেয়ের সাফল্যের ছবি
নদিয়ার দুই মেয়ের সাফল্যের ছবি
শান্তি প্রিয় রায়চৌধুরী:

আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়ন নদিয়ার দুই কন্যাকে নিয়ে গর্ব নদিয়ার ।মালোশিয়ার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 

সেই প্রতিয়োগিতায় দুটি বিভাগেই প্রথম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন হল নদিয়ার মদনপুরের প্রমিতী বর্মন। প্রমিতী সাতবারের জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন।

অন্যদিকে, নদিয়ার কল্যাণীর বাসিন্দা অপর এক ছাত্রী প্রেয়স্মী চক্রবর্তী। এশিয়ার যোগাসন চ্যাম্পিয়নশিপে একটি গ্রুপে দ্বিতীয় হয়েছে প্রেয়স্মী। অন্য একটি গ্রুপ অর্থাৎ যোগ নিত্যতে প্রথম স্থান অধিকার করেছে সে। আগামী বিশ্ব যোগাসনে তিনি অংশ নেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে বলেও খবর।

যোগা প্রশিক্ষণের সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় বলেছেন, “আমি খুব আনন্দিত এবং গর্বিত যে নদিয়ার দুটি মেয়ে আজ এশিয়া যোগা চ্যাম্পিয়ন হয়েছে। যোগাসনে ওদের আরও সাফল্য কামনা করি।"৭০ থেকে ৮০ বয়সী প্রবীণ শিক্ষার্থীরা রয়েছেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। তাদের মধ্যে গীতা বন্দ্যোপাধ্যায়, ভগবতী বিশ্বাস, আরাধনা পাল, নির্মলা সিংহ রায়-সহ অন্যান্যরা জানান, প্রমিতি ও প্রেয়স্মী গর্ব।

দুই কন্যাকে নিয়ে এখন গর্ব নদিয়ার ক্রীড়াজগতে। মালোশিয়ার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই দুটি বিভাগেই প্রথম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন হল প্রমিতী বর্মন। এবার পাখির চোখ ওয়ার্ল্ড কাপ যোগাসন। প্রমিতী সাতবার জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন। এছাড়াও একবার জাতীয় স্কুল চ্যাম্পিয়ন। জানা গিয়েছে, ১০ বছর আগে ছোট্ট মেয়ে মায়ের হাত ধরে শিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্রে এসেছিল।
নদিয়ার মদনপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কালীগঞ্জ প্রিয়নগরের বাসিন্দা প্রমিতি বর্মন। চলতি বছরেই মালয়েশিয়ায় আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল সে। মুকুটে এল নয়া পুরস্কার। অন্যদিকে, নদিয়ার কল্যাণীর বাসিন্দা অপর এক ছাত্রী প্রেয়স্মী চক্রবর্তী। এশিয়ার যোগাসন চ্যাম্পিয়নশিপে একটি গ্রুপে দ্বিতীয় সে। অন্য একটি গ্রুপ অর্থাৎ যোগ নিত্যতে প্রথম স্থান অধিকার করেছে সে। আগামী বিশ্ব যোগাসনে তিনি অংশ নেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে বলেও খবর।



শেহতীয়া খবৰ