কিরেন রিজিজুর ‘অ-উদার গ্যাং’-এর খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়কে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 15 d ago
কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেণ রিজিজু ( ফাইল ছবি)
কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেণ রিজিজু ( ফাইল ছবি)
নয়াদিল্লি ঃ

দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু কিছু সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন, যারা এই বিষয়ে নীরব থেকেছে। তার মতে, মমতার মন্তব্য ভুক্তভোগীকেই দোষারোপ করার মতো।

তিনি এক্স-এ (পূর্বতন টুইটার) লিখেছেন:"ভাবুন তো, যদি এই মন্তব্য কোনও বিজেপি মুখ্যমন্ত্রী করতেন! তাহলে পুরো 'ইকো-সিস্টেম' এবং আত্মপ্রচারিত উদারপন্থী সাংবাদিকরা (আসলে অসহিষ্ণু গোষ্ঠী) দেশজুড়ে সহ্যহীন পরিস্থিতি তৈরি করে ফেলত।"
 
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক তোলপাড় শুরু হয়, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন ওই ছাত্রী রাতে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। তিনি বলেন, "আমরা এই ধরনের ঘটনা বাংলায় অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। কিন্তু ওই ছাত্রী কীভাবে রাতে ক্যাম্পাস ছাড়ল? ওটা তো বনাঞ্চল এলাকা। বেসরকারি মেডিকেল কলেজকে তাদের ছাত্রছাত্রীদের যত্ন নিতে হবে।"

পরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে সংবাদমাধ্যম তার বক্তব্য বিকৃত করেছে। তিনি বলেন, "আপনারা আমাকে একটা প্রশ্ন করেন, আমি তার উত্তর দিই, তারপর আপনারা সেটা বিকৃত করেন। এই ধরনের রাজনীতি করার চেষ্টা করবেন না..." ।

এই ঘটনার পর বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করে বলে, মহিলাদের সুরক্ষায় তারা ব্যর্থ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ তোলে, বিজেপি ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
 
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, দলটি বারবার এ ধরনের মন্তব্য করে এসেছে এবং প্রশ্ন তোলেন — মুখ্যমন্ত্রী কি চান, সব মহিলা বোরখা পরে ঘরে বসে থাকুন?


শেহতীয়া খবৰ