ভূমিধ্বসের ঘটনায় রূপনগরে এক মহিলা নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 17 d ago
ভূমিধ্বসের ঘটনা রূপনগরে( প্রতীকী ছবি )
ভূমিধ্বসের ঘটনা রূপনগরে( প্রতীকী ছবি )

গুয়াহাটি

১৫ই সেপ্টেম্বর রূপনগরের পাহাড়ি অঞ্চল বড়ো পথ এলাকায় এক ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। ভূমিধ্বসের ফলে একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং রিনা ডেকা দাস নামে এক মহিলা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় রিনা ডেকা দাস স্নান করছিলেন। ঠিক সেই মুহূর্তে পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে তার বাড়ির ওপর আছড়ে পড়ে, যার ফলে বাড়িটি ধসে পড়ে।

খবর পেয়ে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে এবং নিখোঁজ মহিলাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ সম্প্রতি লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বসতবাড়ি খালি করার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

এখনও পর্যন্ত নিখোঁজ মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।