শান্তি প্রিয় রায়চৌধুরী,কলকাতা:
২৩ নভেম্বর। তিন বছর আগে এই দিনেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐদিন রাজভবনে গণবিবাহের আয়োজন করল রাজভবন।
রাজভবনের তরফে জানানো হয়েছে, ঐদিন রাজভবনের উদ্যোগে ১০০ জন দুঃস্থ যুবক-যুবতীর বিবাহ দেওয়া হবে। এ নিয়ে আবেদনগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান তাদের আগামী ১৬ নভেম্বরএর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
রবিবার রাজভবনের তরফে এনিয়ে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতাভুক্ত নন এমন বিবাহযোগ্য যুগলের অভিভাবকেরা প্রদত্ত বিধি মেনে আবেদনপত্র দাখিল করতে পারবেন।
আবেদনে বর ও কনের নাম, ঠিকানা, পেশা, বয়সের বৈধ প্রমাণের নথি, আধার নম্বর, পিতামাতা কিংবা আইনি অভিভাবকের বিবরণ, পরিবারের বাৎসরিক আয় ইত্যাদি উল্লেখ করতে হবে।
এ ছাড়া বিয়েতে বর-কনে ও অভিভাবকের সম্মতি রয়েছে কি না, বিবাহ রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে সবেরও উল্লেখ করতে হবে আবেদনে।
যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে গিয়ে থাকে, তা হলে সংশ্লিষ্ট নথিও আবেদনের সঙ্গে পাঠাতে হবে।
উল্লিখিত তথ্যগুলির সত্যতা যাচাই করতে গ্রামের প্রশাসনিক আধিকারিক বা কোনও গেজেটেড অফিসারের প্রদত্ত সার্টিফিকেটও আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে- রাজভবন শুধুমাত্র বিবাহ অনুষ্ঠানের আয়োজন করবে এবং তার ব্যয়ভার বহন করবে।
প্রত্যেক যুগলের সঙ্গে তাঁদের বাবা-মা এবং আত্মীয়স্বজন মিলিয়ে সর্বোচ্চ ১০ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।