১২ দিনের মধ্যেই ২.৬১ লক্ষ টাকার বিক্রি, ত্রিপুরার প্রথম চকলেট ব্র্যান্ড ‘খাচুক’-এর সাফল্যগাথা

Story by  atv | Posted by  Aparna Das • 15 d ago
১২ দিনের মধ্যেই ২.৬১ লক্ষ টাকার বিক্রি, ত্রিপুরার প্রথম চকলেট ব্র্যান্ড ‘খাচুক’-এর সাফল্যগাথা
১২ দিনের মধ্যেই ২.৬১ লক্ষ টাকার বিক্রি, ত্রিপুরার প্রথম চকলেট ব্র্যান্ড ‘খাচুক’-এর সাফল্যগাথা
 
আগরতলা

ত্রিপুরার ক্ষুদ্র উদ্যোগের জগতে এক নতুন মাইলফলক স্থাপন করল রাজ্যের প্রথম চকলেট ব্র্যান্ড ‘খাচুক’। উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই এই দেশীয় চকলেট ব্র্যান্ডের বিক্রির পরিমাণ পৌঁছেছে ২.৬১ লক্ষ টাকা, যা রাজ্যের নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলির জন্য এক অনুপ্রেরণামূলক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
 
এই মাসের শুরুতে হাপানিয়ায় আয়োজিত সরস মেলায় প্রথমবারের মতো বাজারে আসে ‘খাচুক’ চকলেট। আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এটি চালু হয়েছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর উদ্যোগে। মিল্ক ও অরিজিনালসহ একাধিক স্বাদের এই চকলেট খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
 
দক্ষিণ ত্রিপুরার রূপাইছড়ি আরডি ব্লক-এর মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যদের হাতেই তৈরি হচ্ছে ‘খাচুক’। স্থানীয় কাঁচামাল, নিজস্ব কারিগরি দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাবের সমন্বয়ে তাঁরা গড়ে তুলেছেন এক সাশ্রয়ী ও সম্পূর্ণ দেশীয় পণ্য। TRLM-এর প্রশিক্ষণ ও সহায়তায় এই উদ্যোগ কেবল আয়ের পথই খুলে দেয়নি, বরং গ্রামীণ নারীদের আত্মনির্ভরতার এক শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
প্রশাসনের মতে, স্বল্প সময়ে এত বড় বিক্রির সাফল্য প্রমাণ করে দিয়েছে যে সঠিক দিশা ও সহায়তা পেলে স্থানীয় উদ্যোগও প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের জায়গা করে নিতে পারে। আজ ‘খাচুক’ শুধু একটি চকলেট ব্র্যান্ড নয়, বরং ত্রিপুরার গ্রামীণ নারীদের পরিশ্রম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের প্রতীক।
 
এই সাফল্য আগামী দিনে TRLM-এর আওতায় আরও নতুন উদ্যোগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, ‘খাচুক’ ত্রিপুরাকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় পণ্যের বাজারে এক স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে—যেখানে স্বাদ ও স্বনির্ভরতা একসঙ্গে মিলেমিশে যায়।