"খারাপ রাস্তায় টোল নয়: সুপ্রিম কোর্ট"

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
রাস্তা খারাপ হলে টোল নেওয়া যাবে না
রাস্তা খারাপ হলে টোল নেওয়া যাবে না
 
নয়াদিল্লি

কেরালা হাইকোর্টের এক নির্দেশের প্রতি সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে জাতীয় সড়ক ৫৪৪–এর এডাপল্লি–মান্নুথি পর্যন্ত ৬৫ কিলোমিটার রাস্তার টোল সংগ্রহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বিচারপতি বি. আর. গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জাতীয় সড়ক কর্তৃপক্ষের আপিল খারিজ করে জানায় যে রাস্তার অবস্থা খারাপ হলে টোল সংগ্রহের অধিকার থাকে না।
 
৬ আগস্ট কেরালা হাইকোর্ট রাস্তায় অবনতি, যানজট এবং নির্মাণকাজে বিলম্বের কারণে চার সপ্তাহের জন্য টোল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বিচারপতি গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, “সাধারণ মানুষ টোল দিয়ে রাস্তা ব্যবহার করার অধিকার রাখলেও, সেই সঙ্গে তাদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাস্তার অধিকারও রয়েছে।”
 
তারা আরও বলেন, যদি এক ঘণ্টার রাস্তা অতিক্রম করতে ১২ ঘণ্টা লেগে যায়, তবে তার জন্য সাধারণ মানুষকে ১৫০ টাকা টোল দিতে বাধ্য করা যায় না। সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টকে রাস্তার অবস্থা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে এবং নির্মাণের দায়িত্বে থাকা তৃতীয় পক্ষের ঠিকাদারকে মামলায় অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছে। আদালত জানায়, “রাস্তা মসৃণ হলে চার সপ্তাহের আগেই টোল সংগ্রহের নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে।” এই রায় সাধারণ মানুষের সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।