ঘোষিত হল বিটিসি নির্বাচনের সময়সূচী

Story by  atv | Posted by  Aparna Das • 22 h ago
ঘোষিত হল বিটিসি নির্বাচনের তারিখ
ঘোষিত হল বিটিসি নির্বাচনের তারিখ
গুয়াহাটি

বড়ো ভূমিতে নির্বাচনী উত্তাপ তীব্রতর। এদিকে মঙ্গলবার অসম রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করল বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচনের দিনক্ষণ। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫-এ হবে ভোটগ্রহণ, আর ২৬ সেপ্টেম্বর গণনা। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ২ সেপ্টেম্বর।
 
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বিটিসির ৪০টি পরিষদীয় আসনেই হবে নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।
 
সময়সূচির তালিকার একটি ছবি
 
অসম রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত ২০২৫ সালের বিটিসি নির্বাচনের সময়সূচি হলো—
 
সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া:
 
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি : ২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
 
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন : ২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)
 
মনোনয়ন যাচাই : ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
 
বৈধ মনোনয়নের তালিকা প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
 
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)
 
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)
 
ভোটগ্রহণের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)
 
পুনর্নির্বাচনের তারিখ (যদি প্রয়োজন হয়) : ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার)
 
ভোটগণনার তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার)বড়ো ভূমির রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উষ্ণতা।