রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ডি.জি.পি. ভাস্কর জ্যোতি মহন্ত

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 23 h ago
প্রাক্তন ডি.জি.পি. ভাস্কর জ্যোতি মহন্ত
প্রাক্তন ডি.জি.পি. ভাস্কর জ্যোতি মহন্ত
 
গুয়াহাটি :

অসমের মুখ্য তথ্য কমিশনার ভাস্কর জ্যোতি মহন্ত পদত্যাগ করেছেন। জানা গেছে, অসমিয়ার প্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভাই ও সাংস্কৃতিক সংগঠক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে একাধিক আরটিআই (RTI) আবেদন দাখিল হওয়ায় তিনি মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

সূত্রের খবর, ভাইয়ের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য জানতে বিভিন্ন ব্যক্তি আরটিআই আবেদন করার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাস্কর জ্যোতি মহন্তকে পদত্যাগের পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে মহন্ত অসমের  মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখযোগ্য যে, অসমের প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডি.জি.পি.) ভাস্কর জ্যোতি মহন্ত চলতি বছরের শুরুতে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। মহন্ত ১৯৮৮ সালের অসম–মেঘালয় ক্যাডারের আইপিএস কর্মকর্তা ছিলেন এবং পূর্বে তিনি সীমান্ত পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি অসাধারণ সেবা ও নিষ্ঠার জন্য তিনি সুপরিচিত। রাজ্য সরকার এখনো পর্যন্ত এই পদের উত্তরাধিকারের নাম ঘোষণা করেনি।