বিহার বিধানসভা নির্বাচন ২০২৫: প্রথম দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১% ভোটদান রেকর্ড

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 21 h ago
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫: প্রথম দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১% ভোটদান রেকর্ড
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫: প্রথম দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত ৪২.৩১% ভোটদান রেকর্ড
বিহার:
 

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে ভোটদানের হার। দিনের কাজ সেরে বুথমুখী ভোটারদের ভিড় চোখে পড়ার মতো। তাঁরা সকলেই কোমর বেঁধে এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। ফলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৪২.৩১ শতাংশে।

সকাল থেকেই বহু কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলির বুথগুলিতে ভোটারদের উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

দপ্তর জানিয়েছে, অধিকাংশ এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। কোথাও বড় কোনও গোলমালের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বুথগুলিতে নিরাপত্তা বাহিনী, কুইক রেসপন্স টিম এবং পর্যবেক্ষকরা টহল দিচ্ছেন। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ সহায়ক ব্যবস্থাও রাখা হয়েছে।


দানাপুরে নৌকায় চেপে ভোটকেন্দ্রে পৌঁছাতে ভোটারদের লাইন, আলিপুরে বৃদ্ধা নারীকে চারপাইয়ে করে নিয়ে গেল পরিবার।বিহারের দানাপুর বিধানসভা কেন্দ্রে ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য ভোটাররা মালপত্র ও সাইকেলসহ নৌকায় চড়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। আরজেডি (RJD) কর্তৃক এক্স (X)-এ পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে শত শত ভোটার নদীর তীরে ফেরির জন্য অপেক্ষা করছেন। তাঁদের অভিযোগ, প্রশাসন বুথগামী নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে।

পোস্টটিতে লেখা হয়েছে— “১০,০০০-এরও বেশি ভোটার প্রতিদিন মাত্র একবার যাতায়াত করা একটি স্টিমারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন! এমন পরিস্থিতিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, জেলা প্রশাসন কি তার দায় নেবে?”

এদিকে, আলিপুর বিধানসভা কেন্দ্রে ৭০ বছর বয়সী এক নারী শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁর পরিবার তাঁকে চারপাইয়ে করে ভোটকেন্দ্রে নিয়ে যায়।