অভিশপ্ত পেহেলগাম কান্ডে শহীদ পরিবারের স্ত্রী আসছেন ‘বিগ বস ১৯’-এ

Story by  atv | Posted by  Aparna Das • 14 d ago
প্রতিনিধিত্বমূলক ফটো
প্রতিনিধিত্বমূলক ফটো
 
মুম্বাই 

আগামী ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯। ইতিমধ্যেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ।  আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে এক বিশেষ নাম—হিমাংশী নরওয়াল। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।হিমাংশী শুধুমাত্র একজন প্রতিযোগী নন; তিনি ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের কলেজসঙ্গী। তবে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে আরও একটি মর্মস্পর্শী পরিচয়—তিনি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের স্ত্রী। ২২ এপ্রিল ২০২৫-এ জম্মু-কাশ্মীরের ই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনো দেশের মানুষকে নাড়া দেয়।

সেদিন, মধুচন্দ্রিমার জন্য ইউরোপে যাওয়ার পরিকল্পনা ভিসা সমস্যার কারণে ব্যর্থ হওয়ায়, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। একসময় রাস্তার ধারে একসঙ্গে ভেলপুরি খাওয়ার সময় হঠাৎ সশস্ত্র জঙ্গিরা তাঁদের সামনে এসে দাঁড়ায়। হিমাংশীর বর্ণনায়—“ওরা বিনয়কে দেখে বলে, মুসলমান মনে হয় না, গুলি কর।” মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে পতিত হন সদ্যবিবাহিত বিনয়। কিছুক্ষণের মধ্যেই সেই বেদনাদায়ক ছবি ভাইরাল হয়—স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে আছেন শোকে স্তব্ধ স্ত্রী। দেশের নানা প্রান্তে এই দৃশ্য তীব্র শোকের সঞ্চার করেছিল। বিয়ের মাত্র ৯ দিনের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা এখনও অনেকের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
 

প্রতিনিধিত্বমূলক ফটো
 
এরপর থেকে হিমাংশী প্রায় জনসম্মুখে অনুপস্থিত থাকলেও, এবার শোনা যাচ্ছে ‘বিগ বস’-এর ঘরে তাঁর প্রবেশের জোরালো গুঞ্জন। মুম্বইয়ের সূত্রের দাবি, নির্মাতারা তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনের সাহস, সংগ্রাম ও ক্ষতির অভিজ্ঞতা শো-এর আবেগঘন দিককে আরও গভীর করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও তিনি আসলেই প্রতিযোগী হবেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই মৌসুমে আরও কয়েকজন জনপ্রিয় মুখের নামও শোনা যাচ্ছে। গুজব রয়েছে,  যে ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এবং হিমাংশীর কলেজসঙ্গী এলভিশ যাদবও বিশেষ অতিথি হিসেবে হাজির হতে পারেন। যদি শো-তে তাঁদের মুখোমুখি দেখা যায়, তবে তা নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে।

দর্শকমহলের প্রত্যাশা—‘বিগ বস ১৯’ এবার কেবল বিনোদন নয়, বরং বাস্তব জীবনের তীব্র আবেগ, অপ্রত্যাশিত ঘটনা ও অনুপ্রেরণামূলক গল্পের এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে। আর হিমাংশী নরওয়ালের সম্ভাব্য অংশগ্রহণ সেই আবেগকে নিঃসন্দেহে নতুন উচ্চতায় নিয়ে যাবে।