মুম্বাই
বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'জলি এল এল বি ৩' মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। ছবির পরিচালক সুভাষ কাপুরকেও আদালতে তলব করা হয়েছে। পুনের এক দেওয়ানি আদালত অভিযোগের ভিত্তিতে তিনজনকেই সমন জারি করেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় তাদের ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে।
অভিযোগের মূল কথা
এই মামলার সূচনা হয় আইনজীবী ওয়াজেদ রহিম খানের আবেদনের মাধ্যমে। তার অভিযোগ, ছবিতে ভারতীয় বিচারব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে এবং আদালতের প্রক্রিয়াকে অসম্মানজনকভাবে দেখানো হয়েছে। বিশেষ করে একটি দৃশ্যে বিচারকদের “মামা” বলে সম্বোধন করার বিষয়টি তিনি আদালতের মর্যাদার জন্য অত্যন্ত অপমানজনক বলে মনে করেন। তার বক্তব্য, “অ্যাডভোকেট এবং বিচারকদের সম্মান থাকা উচিত। কিন্তু এই ছবিতে উল্টোভাবে দেখানো হয়েছে। সেই কারণেই আমি আদালতে আবেদন করেছি। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিযুক্ত তিনজনকে হাজিরার নির্দেশ দিয়েছে।”
খান আরও দাবি করেছেন, ছবির এই ধরনের উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে আইন ও আদালতের প্রতি আস্থা দুর্বল করতে পারে। বিচারব্যবস্থা নিয়ে ঠাট্টা বা ভুল ধারণা ছড়ানো হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।
অভিযোগের প্রেক্ষাপট
প্রথমে ২০২৪ সালে ছবির টিজার মুক্তির পরই তিনি এই অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় থেকেই বিষয়টি নিয়ে আইনি টানাপোড়েন চলছিল। গত সপ্তাহে প্রকাশিত নতুন টিজার আবারও বিতর্ক উসকে দিয়েছে। টিজারে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি, দুই ‘জলি’ চরিত্রকে একে অপরের মুখোমুখি হতে দেখা গেছে। দর্শকরা যেমন উচ্ছ্বসিত হয়েছেন, তেমনই আইনি মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।
‘জলি এল এল বি’ ফ্র্যাঞ্চাইজির সাফল্য
২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি, যেখানে আরশাদ ওয়ার্সি অভিনীত জলি চরিত্রটি দর্শকদের মনে দাগ কাটে, মাত্র ১০ কোটির বাজেটে তৈরি হলেও বক্স অফিসে প্রায় ৫০ কোটির ব্যবসা করেছিল। সেই সাফল্যের জেরে তৈরি হয় দ্বিতীয় কিস্তি জলি এল এল বি ২। সেখানে অক্ষয় কুমার ছিলেন মুখ্য ভূমিকায়। ছবিটি বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করে বাণিজ্যিকভাবে সুপারহিট হয়।
নতুন ছবিতে নতুন সংঘাত
তৃতীয় কিস্তি জলি এলএলবি ৩-এ প্রথমবারের মতো দুই ‘জলি’ মুখোমুখি হবেন। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুভাষ কাপুর। প্রযোজনায় আছেন অলোক জৈন ও অজিত আন্ধারে, স্টার স্টুডিও ১৮-এর ব্যানারে। এবারও ছবির কাহিনিতে আদালতের লড়াইকে ঘিরে থাকবে নাটকীয়তা, তবে এবার সঙ্গে যুক্ত হয়েছে দুই প্রজন্মের জলি চরিত্রের টানাপোড়েন।
মুক্তির দিন ও বিতর্কের ছায়া
ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ। কিন্তু মুক্তির আগেই আইনি বাধা ও সমালোচনার মুখে পড়েছে এটি। এখন নজর সবার আদালতের দিকে, অভিনেতা ও পরিচালক হাজির হয়ে কী যুক্তি পেশ করেন এবং আদালত শেষ পর্যন্ত কী রায় দেয়, তার উপরই নির্ভর করছে ছবির ভবিষ্যৎ।