মেয়ের ‘শাহিদা’ নামকে কেন্দ্র করে কটাক্ষ, সম্প্রীতির বার্তা দিলেন সুদীপ্তা চক্রবর্তী

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
মেয়ের ‘শাহিদা’ নামকে কেন্দ্র করে কটাক্ষ, সম্প্রীতির বার্তা দিলেন সুদীপ্তা চক্রবর্তী
মেয়ের ‘শাহিদা’ নামকে কেন্দ্র করে কটাক্ষ, সম্প্রীতির বার্তা দিলেন সুদীপ্তা চক্রবর্তী
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর আলাদা পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আড়াই দশকের অভিনয়জীবনে ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই তিনি নিজের দাপট প্রমাণ করেছেন। সঞ্চালনার ক্ষেত্রেও ‘লাখটাকার লক্ষ্মীলাভ’ তাঁকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে দর্শকদের সঙ্গে। ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করলেও মেয়েকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
 
২০১২ সালে পরিচালক অভিষেক সাহার সঙ্গে নতুন ইনিংস শুরু করেন সুদীপ্তা। তাঁদের কন্যা শাহিদা নীরা জন্ম নেয় ২০১৫ সালের নভেম্বরে। দিন কয়েক আগে মা–এর শো–এর মঞ্চেও হাজির হয়েছিল সে। কিন্তু মেয়ের নাম প্রকাশ্যে আসতেই কটাক্ষ শুরু হয়। কারণ, শাহিদার নামের সঙ্গে নেই কোনও পদবী, আর ‘শাহিদা’ নামটি মুসলিম ঘরানার হওয়াতেই বিদ্বেষের তীর ছুটে আসে অভিনেত্রীর দিকে।
 
সুদীপ্তা ও অভিষেক তাদের মেয়ের সঙ্গে
 
কেউ মন্তব্য করেন, “এই নামে নাকি বিদেশযাত্রা কঠিন হবে।” কেউ বলেন, “দেশের অবস্থা নাকি আরও খারাপ হবে, তাই মুসলিম নাম রাখার দরকার ছিল না।” কিন্তু সুদীপ্তা এসব কটাক্ষকে গুরুত্বই দেননি। তাঁর সাফ জবাব, নামের মধ্যে ধর্ম খোঁজা অর্থহীন। শিশুর পরিচয় তার মানবিকতায়, পদবীতে নয়।
 
সুদীপ্তা ও অভিষেক ইচ্ছে করেই মেয়ের নামের সঙ্গে কোনও পদবী জুড়েননি। তাঁরা চান, শাহিদা নিজের পরিচয় নিজেই গড়ে তুলুক। বড় হয়ে চাইলে ‘চক্রবর্তী’ বা ‘সাহা’ পদবী ব্যবহার করবে কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণই মেয়ের ওপর নির্ভর করবে।
 
শাহিদা নিজেও নিজের এই আলাদা নাম নিয়ে খুশি। মায়ের কথায়, “ওর নামটা সবার থেকে আলাদা, সেটায় ও মজা পায়।” সামাজিক বিতর্কের মধ্যেও এই স্বতন্ত্র পরিচয় নিয়েই বড় হতে দিচ্ছেন তাঁরা।
 
সুদীপ্তার মতে, সন্তান মানুষ করা কখনওই মায়ের একার দায় নয়। বাবারাও সমানভাবে দায়িত্বশীল হওয়া উচিত। অভিষেক সেই দায়িত্ব আনন্দের সঙ্গেই পালন করেন। দুইজনের যৌথ প্রচেষ্টায় বড় হচ্ছে শাহিদা, ভালোবাসা, সম্মান আর উদার মানসিকতার পরিবেশে।
 
সুদীপ্তা তাঁর মেয়ের সঙ্গে
 
ইতিমধ্যেই চতুর্থ শ্রেণির ছাত্রী শাহিদা অভিনয়ে পদার্পণ করেছে। সুমন ঘোষের পরিচালনায় ‘সার্চিং ফর হ্যাপিনেস’-এ অভিনয় করে পেয়েছে একাধিক সম্মান। তবে মা সুদীপ্তার একটাই আশা, মেয়ের মন যেন বড় থাকে, অন্যকে সম্মান করার শিক্ষা যেন কখনও না হারায়।
 
মেয়ের ‘মুসলিম ঘেঁষা’ নামকে কেন্দ্র করে কটাক্ষ ছুটলেও সুদীপ্তা চক্রবর্তীর অবস্থান স্পষ্ট, ধর্ম নয়, মানবিকতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আর তাঁর পরিবার সেই সম্প্রীতিরই উদাহরণ।