সুখের বন্ধনে আবদ্ধ সামান্থা ও রাজ: নতুন অধ্যায়ে তারকার জীবন

Story by  atv | Posted by  Aparna Das • 5 d ago
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর নতুন দাম্পত্য জীবন
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর নতুন দাম্পত্য জীবন
 
নয়া দিল্লি 

টলিউড সুপারস্টার সামান্থা রুথ প্রভু আবারও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করলেন। বহুদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ১ ডিসেম্বর কোয়েম্বাটোরের ঈশা যোগা সেন্টারের লিঙ্গা ভৈরবী মন্দিরে সম্পন্ন হয় এই বিশেষ বিয়ের অনুষ্ঠান।
 
অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত ও শান্ত পরিবেশে, যেখানে মাত্র প্রায় ৩০ জন নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতি ছিল। বিয়ের কয়েক ঘণ্টা পরেই সামান্থা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে নিজের দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের অভিনন্দনবার্তায় ভরে ওঠে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
 
অন্যদিকে নেটিজেনদের একাংশ এই বিয়েকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ নবদম্পতিকে শুভকামনা জানালেও, কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করছেন। 
 
বিতর্ক এবং সমালোচনা পাশ কাটিয়ে সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু এখন আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবনের নতুন যাত্রা শুরু করেছেন। তাদের বিয়ে বর্তমানে টলিউড মহলে আলোচনার কেন্দ্রবিন্দু, অভিনন্দন, বিতর্ক, আবেগ এবং সমালোচনা সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনুগামীরা এখন অপেক্ষা করছেন সামান্থা–রাজের নতুন জীবনের পরবর্তী পদক্ষেপের দিকে।