অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বজুড়ে ৮৬টি দেশ ও অঞ্চল থেকে পাঠানো ছবির মধ্য থেকে মাত্র ১৫টি ছবিকে পরবর্তী ধাপের ভোটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এই নির্বাচিত ১৫টির মধ্যেই রয়েছে ভারতের অফিসিয়াল এন্ট্রি ‘হোমবাউন্ড’, যা আবারও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করল।
'হোমবাউন্ড' ছবির পোস্টার
ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত এই ছবি দুই শৈশববন্ধু, শোয়েব ও চন্দনের গল্প। দু’জনেরই স্বপ্ন পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার। এই স্বপ্নই তাদের বন্ধুত্ব, সিদ্ধান্ত এবং জীবনের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। ছবিতে জাহ্নবী কাপুরের উপস্থিতি গল্পে আবেগের গভীরতা যোগ করেছে। ‘হোমবাউন্ড’ শুধু দুই বন্ধুর কাহিনি নয়, বরং আজকের যুবসমাজের সামনে থাকা চাপ, স্বপ্ন, সামাজিক বাস্তবতা ও কর্তব্যবোধকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরে।
‘হোমবাউন্ড’-এর সঙ্গে যে ছবিগুলি শর্টলিস্ট হয়েছে, তার মধ্যে রয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’-সহ আরও একাধিক আলোচিত আন্তর্জাতিক ছবি। বিশ্ব সিনেমার সেরা উদাহরণ হিসেবে বিবেচিত এই ছবিগুলির ভিড়ে ‘হোমবাউন্ড’-এর জায়গা করে নেওয়া নিজেই এক বড় সাফল্য।
ফিল্মমেকার নীরজ ঘেওয়ানের সঙ্গে হোমবাউন্ড ছবির অভিনেতা ঈশান খ্ট্টর, বিশাল জেঠওয়া ও অভিনেত্রী জাহ্নবী কাপুর
ছবির প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন্স সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের খবর ভাগ করে নিয়ে আনন্দ প্রকাশ করেছে। ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, “৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ‘হোমবাউন্ড’ শর্টলিস্ট হওয়ায় আমরা অত্যন্ত সম্মানিত। বিশ্বজুড়ে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।” পোস্টটি প্রকাশের পর থেকেই ইন্ডাস্ট্রি ও অনুরাগীদের তরফে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
AMPAS-এর নিয়ম অনুযায়ী, এখন মনোনয়ন পর্বে অ্যাকাডেমির সব বিভাগের সদস্যরা স্বেচ্ছায় এই বিভাগে ভোট দিতে পারবেন। তবে শর্ত একটাই, শর্টলিস্টে থাকা সব ১৫টি ছবি দেখা বাধ্যতামূলক। এরপরই চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে, যেখানে নির্ধারিত হবে কোন ছবিগুলি অস্কারের শেষ দৌড়ে পৌঁছবে।
‘হোমবাউন্ড (Homebound)’ ছবির পরিচালক নীরজ ঘেওয়ান
অস্কার শর্টলিস্টে জায়গা পাওয়ার আগেই আন্তর্জাতিক মঞ্চে সুনাম কুড়িয়েছে ‘হোমবাউন্ড’। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ 'Un Certain Regard' বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়, যেখানে সমালোচক ও দর্শকদের প্রশংসা পায়। এরপর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (TIFF)-এ ছবিটি ইন্টারন্যাশনাল অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড-এ সেকেন্ড রানার-আপ সম্মান অর্জন করে।
‘হোমবাউন্ড’-এর প্রযোজক করণ জোহর, আদার পুনাওয়ালা ও অপূর্ব মেহতা। সহ-প্রযোজকদের মধ্যে রয়েছেন মারিকে ডি’সুজা ও মেলিটা টস্কান ডু প্লঁতিয়ে। বিশ্ব সিনেমার কিংবদন্তি মার্টিন স্করসেজি এবং প্রভীন খৈরনার এই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত রয়েছেন, যা ছবিটিকে আন্তর্জাতিক স্তরে আরও শক্ত ভিত দিয়েছে।
অস্কার ২০২৬-এর শর্টলিস্টে ‘হোমবাউন্ড’-এর জায়গা করে নেওয়া শুধু নীরজ ঘেওয়ান ও তাঁর টিমের সাফল্য নয়, বরং পুরো ভারতীয় সিনেমার জন্যই এক উল্লেখযোগ্য অর্জন। এটি প্রমাণ করে যে ভারতের গল্প, অনুভূতি ও সামাজিক বাস্তবতা আজ বিশ্বমঞ্চে গুরুত্ব সহকারে শোনা ও স্বীকৃত হচ্ছে। এখন গোটা দেশের চোখ অস্কারের চূড়ান্ত মনোনয়নের দিকে, যেখানে ‘হোমবাউন্ড’ নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা জাগিয়েছে।