বক্স অফিসে ধুরন্ধরের দাপট অব্যাহত, অষ্টম দিনেই রেকর্ড গড়ল রণবীরের ছবি

Story by  atv | Posted by  Aparna Das • 2 d ago
বক্স অফিসে ধুরন্ধরের দাপট অব্যাহত, অষ্টম দিনেই রেকর্ড গড়ল রণবীরের ছবি
বক্স অফিসে ধুরন্ধরের দাপট অব্যাহত, অষ্টম দিনেই রেকর্ড গড়ল রণবীরের ছবি
 
মুম্বাই
 
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে নিজের আধিপত্য আরও শক্ত করল। মুক্তির এক সপ্তাহ পার হলেও ছবির আয়ে ভাটা পড়ার বদলে উল্টো ঊর্ধ্বগতি চোখে পড়ছে। অষ্টম দিনের বক্স অফিস রিপোর্ট প্রকাশ্যে আসতেই ছবির সাফল্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
 
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ছবিটি আয় করেছে প্রায় ৩২ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, এই অঙ্কটি ছবির দ্বিতীয় দিনের আয়ের সমান। শুক্রবারের সংগ্রহ যুক্ত হওয়ার পর, আট দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৯.২৫ কোটি টাকা।
 
বক্স অফিস পরিসংখ্যান বলছে, দ্বিতীয় শুক্রবারে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর’। এই ক্ষেত্রে ছবিটি পিছনে ফেলেছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’, যা দ্বিতীয় শুক্রবারে আয় করেছিল ২৭ কোটি টাকা।
 
ছবিটির প্রথম দিনের আয় ছিল ২৮ কোটি টাকা। দ্বিতীয় দিনে আসে ৩২ কোটি, তৃতীয় দিনে ৪৩ কোটি, চতুর্থ দিনে ২৩.২৫ কোটি। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিনে ছবিটি প্রতিদিন ২৭ কোটি টাকা করে আয় করে। ফলে প্রথম সপ্তাহে মোট সংগ্রহ দাঁড়ায় ২০৭.২৬ কোটি টাকা। অষ্টম দিনের ৩২ কোটি যোগ হয়ে এখন ‘ধুরন্ধর’-এর মোট আয় ২৩৯.২৫ কোটি টাকা।
 
রণবীর সিংয়ের কেরিয়ারের সর্বাধিক আয় করা ছবির তালিকায় বড়সড় বদল আসতে চলেছে। মাত্র ১ কোটি টাকার ব্যবধানে ‘ধুরন্ধর’ এখন দ্বিতীয় স্থানে থাকা ‘সিম্বা’-কে ছুঁতে চলেছে। বাণিজ্যিক মহলের মতে, শনিবারের কালেকশনেই ‘সিম্বা’-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে ‘ধুরন্ধর’।
 
বর্তমানে রণবীর সিংয়ের সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে ‘পদ্মাবত’ (৩০২.১৫ কোটি)। দ্বিতীয় স্থানে আছে ‘সিম্বা’ (২৪০.৩ কোটি), তৃতীয় স্থানে ‘ধুরন্ধর’ (২৩৯.২৫ কোটি)। এরপর চতুর্থ স্থানে ‘বাজিরাও মস্তানি’ (১৮৪.৩ কোটি) এবং পঞ্চম স্থানে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (১৫২.৫৫ কোটি)।
 
সব মিলিয়ে, মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ‘ধুরন্ধর’-এর গতি যে থামার নয়, তা বক্স অফিসের অঙ্কই স্পষ্ট করে দিচ্ছে।