নয়াদিল্লি
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হবে এই পরীক্ষাগুলি। সিবিএসই জানিয়েছে যে, ২০২৬ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা জাতীয় শিক্ষানীতি (NEP-2020)-এর সুপারিশ অনুযায়ী বছরে দু’বার অনুষ্ঠিত হবে, প্রথম পরীক্ষাটি বাধ্যতামূলক এবং দ্বিতীয়টি ঐচ্ছিক।
জুন মাসে বোর্ড এই নতুন নীতির অনুমোদন দেয়। সেই অনুযায়ী, ২০২৬ সাল থেকে শিক্ষার্থীরা বছরে দুই দফায় বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝি, যার ফলাফল এপ্রিল মাসে ঘোষণা করা হবে। যারা প্রথম পরীক্ষায় যোগ্যতা অর্জন করবে, তারা নিজেদের ফল উন্নত করার জন্য মে মাসে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারবে। দ্বিতীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুন মাসে।
সিবিএসই-র অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “NEP-2020-এর সুপারিশ ও বিভিন্ন অংশীদারদের পরামর্শের ভিত্তিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৬ সাল থেকে দশম শ্রেণিতে বছরে দুটি বোর্ড পরীক্ষা নেওয়া হবে।” বোর্ড আরও জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষায় শিক্ষার্থীরা বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ভাষা সহ সর্বাধিক তিনটি বিষয়ে উন্নতির সুযোগ পাবে।
অভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারনাল অ্যাসেসমেন্ট) শুধুমাত্র একবারই নেওয়া হবে, মূল পরীক্ষার আগে। যারা প্রথম পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অনুপস্থিত থাকবে, তারা দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং “Essential Repeat” হিসেবে চিহ্নিত হবে। এমন শিক্ষার্থীরা কেবল পরবর্তী শিক্ষাবর্ষে মূল পরীক্ষায় পুনরায় অংশ নিতে পারবে।
বোর্ড আরও জানিয়েছে যে, ২০২৬ সালের পরীক্ষার প্রাথমিক সময়সূচি প্রকাশিত হয়েছে ২৪ সেপ্টেম্বর, ২০২৫-এ, যা মূল পরীক্ষার ১৪৬ দিন আগে। এই পদক্ষেপের ফলে স্কুল, শিক্ষার্থী ও অভিভাবকেরা যথেষ্ট সময় পাবেন পরিকল্পনা ও প্রস্তুতির জন্য। বোর্ডের দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে কোনও তারিখের সংঘাত না হয়, সে বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এইভাবে ২০২৬ সাল থেকে দেশের শিক্ষাব্যবস্থায় সিবিএসই-র বোর্ড পরীক্ষা একটি নতুন কাঠামোয় প্রবেশ করতে চলেছে, যেখানে শিক্ষার্থীদের জন্য থাকবে আরও বেশি নমনীয়তা ও আত্মউন্নতির সুযোগ।