স্বেচ্ছাসেবী ন্যাস “অধ্যায়” এর দশম বার্ষিকী উদযাপন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 5 d ago
স্বেচ্ছাসেবী ন্যাস “অধ্যায়” এর দশম বার্ষিকী উদযাপন
স্বেচ্ছাসেবী ন্যাস “অধ্যায়” এর দশম বার্ষিকী উদযাপন
 
গুয়াহাটি ঃ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যুব দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুসংহত কর্মমুখী পরিবেশ গঠনের ক্ষেত্রে অবিরত কাজ করে আসা স্বেচ্ছাসেবী ন্যাস “অধ্যায়” এর দশম বার্ষিকী “দশাধ্যায়ঃ নিরবধি এক দশক” উপলক্ষে গত ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনের কর্মসূচীর মাধ্যমে অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উল্লেখযোগ্য যে, “অধ্যায়” ২০১৬ সাল থেকে বর্তমানে পর্যন্ত অসমের মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের ধাপে ধাপে ‘লুইত ফেলো’ প্রকল্পের মাধ্যমে ১১৫ জন ফেলো এবং ‘লুইত স্কলার’ প্রকল্পের মাধ্যমে ২৪ জন স্কলারকে সহায়তা করেছে। এছাড়া ‘দিশা’ প্রকল্পের মাধ্যমে সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি থেকে অধ্যয়নরত ১৪,৯১০ জন শিক্ষার্থীকে ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রদান করে আসছে।
 

 
“অধ্যায়” এর দশম বার্ষিকী  উপলক্ষে গ্রুপ ফোটো
 
প্রথম দিনের কর্মসূচীতে অবসরপ্রাপ্ত আই.পি.এস এবং অধ্যায়ের সদস্য পল্লব ভট্টাচার্য, ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ডঃ নারায়ণ চন্দ্র তালুকদার,প্রতিষ্ঠাতা ও সদস্য রাহুল বরকটকি,মেন্টর সুস্মিতা ফুকন এবং বিকাশ বিজয়ভার্জিয়ার উদ্বোধনী ভাষণের মাধ্যমে সভার উদ্বোধন হয়। এরপর অধ্যায়ের স্মৃতিকথা “দশাধ্যায়ঃ নিরবধি এক দশক” উন্মোচন করা হয়। সভায় বরপেটা জেলার জেলা কর্মসূচি কর্মকর্তা নিরঞ্জন ওজা এবং উর্মিলা বরাও উপস্থিত ছিলেন।দুই দিনের কর্মসূচিতে আগামী দশকে উন্নত অসম ও ভারতবর্ষ গঠনের লক্ষ্যে তিনটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
এই আলোচনাচক্রগুলোর প্রথমটিতে “Technology, Youth and Development” শীর্ষক,যা পল্লব ভট্টাচার্যর পরিচালনায় শুরু হয়। এতে অংশগ্রহণ করেন অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হেমন্ত হাজরিকা এবং ওয়েব এক্স ইন্ডিয়ার পরিচালক সঞ্জীব শর্মা। দ্বিতীয় আলোচনাচক্র “Rebooting our Careers” পরিচালনা করেন সুস্মিতা ফুকন, যেখানে অংশগ্রহণ করেন SeSTA-র কার্যনির্বাহী পরিচালক প্রদূত ভট্টাচার্য এবং শিক্ষাবিদ রামানুজ গোস্বামী।
 
রাহুল বরকটকীর পরিচালনায় তৃতীয় আলোচনাচক্র “Entrepreneurship and Role of Youth in Assam Development” অনুষ্ঠিত হয়,যেখানে অংশগ্রহণ করেন প্রশান্ত তালুকদার এবং হেপ্পীচান ফুডস প্রাঃ লিঃর সহ-প্রতিষ্ঠাপক মায়াশ্রী বরুয়া। এছাড়াও, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং বিদ্যা:দ্যা লিভিং স্কুলের প্রতিষ্ঠাতা ডঃ প্রাঞ্জল বুঢ়াগোঁহাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন।

১৯ অক্টোবরের কর্মসূচী শুরু হয়  ছাত্র-ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। পরবর্তী কার্যক্রমে সমাজের প্রতি দায়িত্ববোধ হিসেবে ডাউন টাউন চিকিৎসালয়ের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সভায় তৃষ্ণা দাস এবং সম্রাট ডেকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানে অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অধ্যায়ের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে সফলতার জন্য Numaligarh Refinery Limited (NRL), অসম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় এবং শরৎচন্দ্র কাকতি ন্যাস বিশেষভাবে সহায়তা প্রদান করে। এভাবেই অধ্যায়ের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানটি দুই দিনের সফল কর্মসূচীর মাধ্যমে সমাপ্তি ঘটে।


শেহতীয়া খবৰ