আজও তিনি বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ান। উপনিষদ, ভাগবত, গীতা ও প্রাচীন শাস্ত্র নিয়ে বক্তৃতা দেন। যখন ভ্রমণে থাকেন না, তখন অন্ধ্রপ্রদেশের মাদনাপল্লেতে তাঁর আশ্রমে সময় কাটান। সেখানেই তিনি আদিবাসী শিশুদের জন্য একটি বিনামূল্যের বিদ্যালয়ও চালান।
মদনপল্লীতে আদিবাসী শিশুদের জন্য শ্রী এম পরিচালিত স্কুল
নিজের নামের ব্যাখ্যায় তিনি বলেন, এম মানে মানব, তিনি নিজেকে কেবল একজন মানুষ হিসেবেই দেখেন। আবার এম মানে মুমতাজ আলি এবং মধু, যে নামে তাঁর গুরু তাঁকে ডাকতেন। তিনি বিশ্বাস করেন, পূর্বজন্মে তিনি ছিলেন মধু নামে এক ব্রাহ্মণ যোগী, যিনি মহাবতার বাবার তত্ত্বাবধানে হিমালয়ে কঠোর তপস্যা করছিলেন।
সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে। ২০১৪ সালে তিনি Walk of Hope নামে একটি পদযাত্রা শুরু করেন, কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত। গ্রামে গ্রামে তিনি মানুষের সঙ্গে মিশেছেন এবং গীতা-র মূল বাণী শোনাতে ভোলেননি, “দেবত্ব প্রতিটি আত্মার ভেতরেই বিরাজমান।” তিনি বারবার উচ্চারণ করেন গীতার সেই অংশ, যেখানে কৃষ্ণ বলেছেন, যিনি ইন্দ্রিয়জয়ী, সব অবস্থায় শান্ত, এবং অন্যের মঙ্গল কামনায় জীবন যাপন করেন, তিনিই ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ।
রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার একটি দৃশ্য
গুরু সম্বন্ধে তিনি বলেন, “আপনি হয়তো তাঁকে চিনতে পারবেন না, কিন্তু তিনি নীরবে আপনাকে পথ দেখান। প্রকৃত গুরু আসলে ঈশ্বর নিজেই, যিনি নানা রূপে ভক্তকে সঠিক দিকনির্দেশ দেন।” তাই তিনি নিজেকে অতিরিক্ত গুরুত্ব না দিতে মানুষকে উপদেশ দেন এবং বরং তাঁর শেখানো সাধনা চর্চার ওপর জোর দেন।
বর্তমানে ৭৫ বছর বয়সেও শ্রী এম বিশ্বজুড়ে ভ্রমণ করে চলেছেন মানবভ্রাতৃত্ব ও বিশ্বজনীন একত্বের বাণী প্রচার করতে। তাঁর এক অনন্ত মন্ত্র: *“একং সত্যং বিপ্রা বহুধা বদন্তি, *সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে আখ্যায়িত করেন। হিন্দু ও মুসলিম দুই ধারার সংমিশ্রণ হয়ে তিনি আজ অসংখ্য অনুসারীর কাছে আধ্যাত্মিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন।