দুর্গাপুজোয় নিরাপত্তা: আনসার-ভিডিপির প্রযুক্তিনির্ভর উদ্যোগ

Story by  atv | Posted by  Aparna Das • 2 d ago
আনসার ভিডিপি-র বৈঠক (ফাইল)
আনসার ভিডিপি-র বৈঠক (ফাইল)
 
ঢাকা

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো ঘিরে এবার বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের পুজোমণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শুধু জনবল নয়, প্রযুক্তিনির্ভর কার্যক্রমও যুক্ত করা হয়েছে।
 
সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলমান দুর্গোৎসবে ৩১ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপে মোতায়েন থাকবেন দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য। বাহিনী জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক, আন্তরিক এবং জনগণবান্ধব হতে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এবারের নিরাপত্তা কার্যক্রমের অন্যতম নতুন সংযোজন এভিএমআইএস সফটওয়্যার ও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মাঠপর্যায়ের সদস্যরা দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন, যা দ্রুত অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে। ফলে সমন্বিত উদ্যোগে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত হচ্ছে।
 
ঝুঁকির মাত্রা অনুযায়ী পুজো মণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ সাত হাজারের বেশি মণ্ডপে থাকছে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য। গুরুত্বপূর্ণ প্রায় ১১ হাজার মণ্ডপে ৬ জন করে এবং সাধারণ ১৩ হাজারেরও বেশি মণ্ডপে সমানসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
 
এছাড়া ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে, যারা নিয়মিত টহলের পাশাপাশি যেকোনও আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
 
শুধু নিরাপত্তা নয়, প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত এক বছরে ১ লাখ ৩৫ হাজারেরও বেশি সদস্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ১৫ হাজারের বেশি সদস্য উপজেলা আনসার প্রশিক্ষণ পেয়েছেন। আগামী জানুয়ারির মধ্যে আরও প্রায় দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
 
বাহিনী জানিয়েছে, গুজব প্রতিরোধ থেকে শুরু করে তাৎক্ষণিক ঘটনার মোকাবিলা, সব ক্ষেত্রেই সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তাদের আশা, গণমাধ্যম ও জনগণের সহযোগিতায় এ বছর দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।