ঢাকা
বাংলাদেশের রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে মহাষষ্ঠীর পুজো-অর্চনার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।
দুর্গাপুজো উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক সাজসজ্জার ব্যবস্থা। রঙিন কাপড়ে আচ্ছাদিত মন্দিরের চারপাশে ঝলমলে আলোকসজ্জা করা হয়েছে। বৈদ্যুতিক বাতির নানা রঙের সমারোহে মন্দির এলাকা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
মন্দিরে দেবী দুর্গা, তাঁর দুই পুত্র গণেশ ও কার্তিক, এবং দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়েছে। সকাল থেকেই সব বয়সী মানুষ প্রতিমা দর্শন করতে আসছেন। কেউ প্রার্থনায় নিমগ্ন, কেউ আবার পরিবার-পরিজন নিয়ে মণ্ডপ পরিদর্শনে ব্যস্ত।
দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই মন্দির।
ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রাজধানীজুড়ে বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী কয়েকদিন ধরে পুজো চলবে দেশের হাজারো মণ্ডপে।