আজ মহানবমী,দেবীর কৈলাশে ফিরে যাবার পালা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
দেবী দুর্গা
দেবী দুর্গা
কলকাতা ঃ
 
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষের পথে। অষ্টমীর পর আজ বুধবার (১ অক্টোবর) পালিত হচ্ছে মহানবমী। দেবী দুর্গার বিদায়ের ঘণ্টা শুরু হয়ে গেছে, কারণ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী।

মহানবমীতে সকালে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা সম্পন্ন হয়। পুরোহিতদের বর্ণনায়, এদিন দেবীকে ১০৮টি নীলপদ্ম, নীল অপরাজিতা ও নীলকণ্ঠ ফুল দিয়ে পূজা করা হয়। এছাড়া যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে বেল পাতা, আম কাঠ ও ঘি অর্পণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ মহাআরতি, যেখানে ভক্তরা ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে অংশ নেবেন।

এই যুদ্ধে দেবীর মহাশক্তি প্রকাশিত হয় এবং অশুভ শক্তির পতন নিশ্চিত হয়। তাই নবমীকে ‘বিজয়ের প্রাক্কাল’ বলা হয়।

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে পালন করা হয় সন্ধিপূজা। এই সময়কে মহাশক্তির আবির্ভাবের ক্ষণ ধরা হয়। কাহিনী অনুসারে এই মুহূর্তে দেবী চামুণ্ডা রূপে মহিষাসুরের সেনাপতি চণ্ড-মুণ্ডকে বধ করেন। তাই নবমী দেবীর ভয়ংকর ও শক্তিশালী রূপের প্রকাশের প্রতীক।

নবমীর পূজা মানে হলো অশুভ শক্তির অবসান ঘটিয়ে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার সংকল্প। তাই এই দিন ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন নিজের ভেতরের অন্ধকার, ভয়, অন্যায় ও কুসংস্কারের বিনাশের জন্য।

নবমীতে বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। অগ্নির মাধ্যমে দেবীর উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। ভক্তরা মনে করেন এর দ্বারা জীবন থেকে দুঃখ, দারিদ্র্য ও অশুভ শক্তি দূর হয়। এছাড়া নবমীর অঞ্জলি হলো ভক্তি নিবেদনের অন্যতম পূর্ণতা।

নবমী মানেই বিদায়ের সুর। এদিনের বিশেষত্ব ১০৮ পদ্মের পূজা। বৃহস্পতিবার বিসর্জনের পর দেবী আবার বছর ঘুরে আসবেন, কিন্তু এই বিদায়ের অনুভূতি ভক্তদের হৃদয় ভারাক্রান্ত করে তোলে।
 
মহানবমীতে ভারাক্রান্ত হয়ে উঠে ভক্তদের হৃদয়। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বয়ে ওঠে বিষাদের সুর। কারণ দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হবে শারদীয় দুর্গাপূজার সমাপনী। এদিন প্রার্থনার সময় ভক্তকুল অশ্রুসিক্ত হয়ে দেবী দুর্গার কাছে কান্না করতে থাকেন।
 
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা করা। তাই মহানবমীর পূজা শেষ হলেও ভক্তদের মনে বাজতে থাকে একটাই সুর—‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান।’