সোনার গয়নায় সেজে উঠছেন মা দুর্গা, কড়া নিরাপত্তায় কলকাতা পুলিশের বিশেষ নজরদারি

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
বারুইপুর পদ্মপুকুর সার্বজনীন পুজো
বারুইপুর পদ্মপুকুর সার্বজনীন পুজো
 
দেবকিশোর চক্রবর্তী / কলকাতা

পুজোর শহর কলকাতা এবারও বিগ বাজেটের একাধিক মণ্ডপের আড়ম্বর থেকে পিছিয়ে নেই। পিছিয়ে নেই আধুনিক আলোকসজ্জায়। কলকাতার উত্তর থেকে দক্ষিণে মোট ১৩টি পুজো মণ্ডপে এবার দেবী দুর্গাকে চোখ ধাঁধানো সোনার গয়নায় সাজিয়ে তোলা হয়েছে। দূর থেকেই প্রতিমার অঙ্গ শোভিত ঝলমলে সোনার অলঙ্কার চোখে পড়ছে দর্শনার্থীদের। তবে এত বিপুল পরিমাণ গয়না পাহারা দেওয়ার দায়িত্ব এবার তুলে নিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ওই ১৩টি মণ্ডপের মধ্যে ১১টিতে দু’জন করে রাইফেলধারী পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব প্রতিমার গায়ে থাকা সোনা ও রুপোর গয়না পাহারা দেওয়া। বাকি দুটি মণ্ডপে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মধ‌্য কলকাতার মুচিপাড়া এলাকার এক মণ্ডপে দু’জন রাইফেলধারী পুলিশকর্মীর পাশাপাশি থাকছেন সার্ভিস পিস্তল নিয়ে দু’জন পুলিশ অফিসারও। অন্যদিকে, বেনিয়াপুকুর এলাকার একটি মণ্ডপে নিযুক্ত রয়েছেন দুই রাইফেলধারী পুলিশকর্মী। অধিকাংশ জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য প্রতিমাকে গয়না পরানো হয়। তবে যতক্ষণ গয়না প্রতিমার গায়ে থাকে, ততক্ষণই পুলিশের কড়া পাহারা বহাল থাকে। শুধু অস্ত্র নিয়েই নয়, পুলিশকর্মীরা খেয়াল রাখেন যাতে কোনও বহিরাগত বা দর্শনার্থী প্রতিমার খুব কাছাকাছি যেতে না পারেন।
 
স্বর্ণালঙ্কারে শোভিতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দেবী প্রতিমা
 
দেবী প্রতিমার রূপ সজ্জায় সবচেয়ে বেশি সোনার গয়না ব্যবহৃত হয়েছে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণী। সেখানেও দেবী দুর্গা শোভিত হয়েছেন মহামূল্যবান স্বর্ণালঙ্কারে। 
 
তবে রেকর্ড সংখ্যক গয়না ব্যবহৃত হয়েছে বারুইপুর পদ্মপুকুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির দেবী প্রতিমার অঙ্গে। পাঁচশো ভরি সোনা এবং হিলের গয়নায় সেজেছেন এখানকার দেবী প্রতিমা। 
 
নবমীর সকালে দেখা গেল নিরাপত্তা আরও জোরদার করতে লালবাজারের তরফে বেশ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি নির্দেশিকায় বলা হয়েছে, সব ক’টি মণ্ডপেই বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পুজো কমিটিগুলিও নিজেদের পক্ষ থেকে গয়না রক্ষার আলাদা বন্দোবস্ত করেছে। বিসর্জনের আগে গয়নাগুলি খুলে ফের কমিটির হেফাজতে রেখে দেওয়া হবে।
 
ভক্তের ভিড়ে গমগম করছে প্রতিটি মণ্ডপ। লাখ লাখ দর্শনার্থীর চোখ যখন দেবীর সোনার গয়নায় সজ্জিত প্রতিমার দিকে, তখন সেই গয়নার সুরক্ষায় ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে কলকাতা পুলিশ।