নয়া দিল্লি
দক্ষিণ কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক ও অসমের সন্তান গৌরাঙ্গলাল দাস। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা করে।
১৯৯৯ সালের ব্যাচের ভারতীয় বিদেশ পরিষেবা (IFS) কর্মকর্তা গৌরাঙ্গলাল দাস বর্তমানে মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিনি খুব শিগগিরই সিউলে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (পূৰ্বতন টুইটাৰ)-এ এই ঘোষণা প্রকাশ করে। দূতাবাস লেখে:“গৌরাঙ্গলাল দাসকে দক্ষিণ কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”বর্তমানে অমিত কুমার দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূতের পদে রয়েছেন।
সংবাদ সংস্থা ANI-এর কাছে চো হ্যুন বলেন:“দিল্লিতে ফিরে এসে খুব ভালো লাগছে। দশ বছর আগে আমি এই শহরটি ভ্রমণ করেছিলাম এবং ভারতীয় সংস্কৃতির গভীরতা ও এখানকার মানুষের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম। ভারতে কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ছিলাম। সেই সময় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছিল, তার সাক্ষী ছিলাম আমি। এখন দেখছি গত দশ বছরে আরও অনেক ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাই আবার ফিরে এসে বন্ধুদের সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দিত।”
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের বিদেশ সচিব হিসেবে দায়িত্ব পালনকারী এস. জয়শঙ্করের সঙ্গে আগের বৈঠকের স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন,“আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা করেছিলাম।”
এই মাসের শুরুতেই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হ্যুন নতুন দিল্লি সফরে আসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফরের সময় চো হ্যুন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দিল্লিতে কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে দেখা পরিবর্তনের কথা স্মরণ করেন এবং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে।