পুষ্টিহীনতায় আক্রান্ত অসমের ৪২.৯৪ শতাংশ শিশু

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 21 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
গুয়াহাটি

অসমের  শিশুদের সম্পর্কে সম্প্রতি কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক একটি তথ্য প্রকাশ করেছে। মন্ত্রক রাজ্যসভায় জমা দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ০-৫ বছর বয়সী অসমের  ৪২.৯৪ শতাংশ শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে।

 তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলের এক লিখিত প্রশ্নের উত্তরে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর জানিয়েছেন, পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অসমের  অবস্থান দেশে চতুর্থ।

মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, পুষ্টিহীনতায় আক্রান্ত (০-৫ বছর বয়সী) শিশুদের অনুপাতে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে ৪৮.৮৩ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। উত্তরপ্রদেশের পরে রয়েছে লাক্ষাদ্বীপ (৪৪.৮৩ শতাংশ) এবং ঝাড়খণ্ড (৪৩.২৬ শতাংশ)।

এরপরেই রয়েছে অসমের  নাম। অসমের  ৪২.৯৪ শতাংশ শিশু (০-৫ বছর বয়সী) পুষ্টিহীনতায় ভুগছে। অর্থাৎ, দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের হারের দিক থেকে অসমের  অবস্থান চতুর্থ। অন্যদিকে, পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের জাতীয় গড় হার হল ৩৭.০৭ শতাংশ।

এটাই নয়, অসমের  ০-৫ বছর বয়সী প্রতি এক হাজার শিশুর মধ্যে ৩৫টি শিশু মৃত্যুবরণ করে। পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাবেই এই শিশুগুলো জীবনের শুরুতেই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। শিশুমৃত্যুর হারের দিক থেকেও অসমের  অবস্থান দেশে পঞ্চম। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার পরে রয়েছে অসম।

প্রতি এক হাজার শিশুর মধ্যে মধ্যপ্রদেশে ৪৭টি, উত্তরপ্রদেশে ৪২টি, ছত্তিশগড়ে ৪১টি এবং ওড়িশায় ৩৭টি শিশু মৃত্যুবরণ করে। ০-৫ বছর বয়সী শিশুদের জাতীয় মৃত্যুহার হল ৩০।

অন্যদিকে, অসমের প্রতি এক হাজার নবজাতকের (০-২৮ দিন বয়সী) মধ্যে ২২টি মৃত্যুর ঘটনা ঘটে। এর বিপরীতে, নবজাতকের জাতীয় মৃত্যুহার হল ১৯।