নয়া দিল্লি
উত্তর-পূর্বাঞ্চলের ৪টি রাজ্য কোহিমা, আইজল, ইটানগর, গ্যাংটক, পাশাপাশি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এবং মুম্বাই মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দেশের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হিসাবে বিবেচিত হয়েছে।
চলতি বছরের জন্য প্রস্তুত মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় প্রতিবেদন এবং সূচক অনুযায়ী, পাটনা, জয়পুর, ফরিদাবাদ, নয়াদিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচি মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহর।
দেশের ৩১টি শহরের প্রায় ১৩ হাজার মহিলার মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
মহিলাদের জন্য নিরাপদ শহরগুলিতে অন্যান্য শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত লিঙ্গ সমতা, নাগরিক অংশগ্রহণ এবং নারী-বান্ধব পরিকাঠামো ও যথেষ্ট উন্নত বলে দাবি করা হয়েছে।