নারী শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত: দিল্লি প্রেস ক্লাবের প্রথম মহিলা সভাপতি হলেন অসমের সঙ্গীতা বড়ুয়া পিশারোতি

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
নারী শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত: দিল্লি প্রেস ক্লাবের প্রথম মহিলা সভাপতি হলেন অসমের সঙ্গীতা বড়ুয়া পিশারোতি
নারী শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত: দিল্লি প্রেস ক্লাবের প্রথম মহিলা সভাপতি হলেন অসমের সঙ্গীতা বড়ুয়া পিশারোতি
দেবকিশোর চক্রবর্তী 

৬৮ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো দিল্লি প্রেস ক্লাব। এই প্রথমবারের মতো ক্লাবটির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন একজন নারী—খ্যাতনামা সাংবাদিক সঙ্গীতা বড়ুয়া পিশারোতি। তাঁর এই নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় সাংবাদিকতা জগতে নারী নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

 তাঁর প্রথম বই Assam: The Accord, The Discord অসম আন্দোলন, অসম চুক্তি ও রাজ্যের বিদ্রোহী কর্মকাণ্ড নিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সঙ্গীতা বড়ুয়া পিশারোতির সাংবাদিকতা জীবনও সমানভাবে সমৃদ্ধ ও সংগ্রামী। তিনি ১৯৯৫ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)-এর মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন। উত্তর-পূর্ব ভারত থেকে প্রথম মহিলা সাংবাদিক হিসেবে ইউএনআই-এর নয়াদিল্লি সদর দফতরে কাজ করার বিরল কৃতিত্বও তাঁর ঝুলিতে।

২০১১ সাল থেকে তিনি উন্নয়ন অধ্যয়ন কেন্দ্রের ফেলোশিপ পেয়ে আসছেন। অসমের মাজুলি দ্বীপে নদীভাঙন ও মাটি ক্ষয়ের ফলে মানুষের জীবনযাত্রার বিপর্যয় নিয়ে করা তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এই স্বীকৃতি লাভ করেন তিনি। ২০১৭ সালে দিল্লিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবাসনভিত্তিক পৃথকীকরণ নিয়ে তাঁর গভীর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি মর্যাদাপূর্ণ রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কারে সম্মানিত হন।

দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে সঙ্গীতা বড়ুয়া পিশারোতির নির্বাচিত হওয়া নিঃসন্দেহে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এটি সাংবাদিকতায় নারীর ক্ষমতায়ন ও সমান প্রতিনিধিত্বের পথে এক শক্তিশালী বার্তা বহন করে।