দেশের সেরা পাঁচ জন ক্রীড়াবিদদের ডাক টিকিট প্রকাশ করল ভিসন অফ বেঙ্গল

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 14 d ago
দেশের সেরা পাঁচ জন ক্রীড়াবিদদের ডাক টিকিট প্রকাশ
দেশের সেরা পাঁচ জন ক্রীড়াবিদদের ডাক টিকিট প্রকাশ
দেবকিশোর চক্রবর্তী। কলকাতা 

জাতীয় স্তরে বাংলার গৌরব সম্মানে ভূষিত হলেন দেশের পাঁচ জন সেরা ক্রীড়াবিদ। ১৮ সেপ্টেম্বর কলকাতায় ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশ করা হলো স্মারক ডাক টিকিট। ভারতীয় অ্যাথলেটিক্সের একমাত্র দ্রোণাচার্য কুন্তল রায়, অলিম্পিক শ্যুটার জয়দীপ কর্মকার, প্রাক্তন জাতীয় ফুটবলার শ্যাম থাপা, সাগর কন্যা পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরী এবং প্রাক্তন ক্রিকেটার স্নেহাশীষ গাঙ্গুলীর নামে ও ছবি দিয়ে প্রকাশিত হয় ডাকটিকিট। এদিন ক্রীড়া সাংবাদিকতায় সাড়ে চার দশক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য জীবন প্রীতি সম্মান তুলে দেওয়া হয় দেবাশীষ দত্তের হাতে।

পদ্মশ্রী সাঁতারু ভোলা চৌধুরী বলেন, 'আজ আমার অত্যন্ত আবেগের দিন। আমি চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। দেশের বিভিন্ন সংগঠকরা আমাকে পুরস্কৃত করেছেন। আমি অভিভূত আমাকে নিয়ে ডাক টিকিট প্রকাশ করেছেন উদ্যোক্তারা।'     প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী বলেন, 'আজ আমার ভালো লাগার দিন। জীবনে অনেক সম্মান পেয়েছি, আজকের এই সম্মান আমার আজীবনের সম্পদ হয়ে থাকবে।'

     প্রাক্তন জাতীয় ফুটবলার শ্যাম থাপা ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। আশির বসন্ত ছোঁয়া শ্যাম থাপা বলেন, কোভিভ-এর পর থেকে আমি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়েছি। তবে মাঠ থেকে এখনো সরে আসিনি। ভারতীয় ডাক বিভাগের সহযোগিতায় আমার নামে যে ডাক টিকিট বেরিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'  এদিন ১৮ জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়।