উত্তেজনার আগুন একদিনের মহিলা বিশ্বকাপেও বইছে, ভারত-পাকিস্তান আবারও যে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কায়

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 1 d ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
শান্তিপ্রিয় রায় চৌধুরী 

নানান বিতর্কের মাঝে আবারও শ্রীলংকার কলম্বোতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানl আগামী রবিবার শ্রীলংকার কলম্বোয় মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
 
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্থানের মহিলা দল বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠায়নি। মহিলা বিশ্বকাপ হচ্ছে ভারত ও কলম্বোতে। যে কারণে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান দল ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে। 
 
গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে সূর্য কুমাররা মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। এশিয়া কাপে এবার দুই দলের সাক্ষাৎকার হয়েছে তিনবার। এই  তিনবারের দেখায় তিনবারই পাকিস্তান হেরে গেছে ভারতের কাছে। আর টুর্নামেন্টে তিন ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক।
 
বিতর্কটা আরো বেড়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে  চ্যাম্পিয়ন হওয়ার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়া। আসলে ভারত অধিনায়ক চাননা পাকিস্তানির হাত থেকে ট্রফি পেতে। এর ফলে সেদিন কিছুক্ষণ অপেক্ষার পর  ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান এসিসি সভাপতি মহসিন নকভি। 
 
এখন সেই ট্রফি ফিরে পেতে চাইছে ভারত। আর এখানেই বেঁকে বসেছেন এসিসি সভাপতি মহসিন নকভি। তিনি এখন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কোনো অনুষ্ঠানের আয়োজন করুক, সেখানে আমি ভারতের হাতে ট্রফি তুলে দেব।
 
আর এশিয়া কাপে পুরুষ দলের ভারত-পাকিস্তানের সেই উত্তেজনার প্রভাব পড়তে পারে মেয়েদের বিশ্বকাপেও। সূর্যকুমার যাদবরা যেমন পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি, তেমনি হরমনপ্রীতের ভারতীয় দল ও পাকিস্তানের ফাতিমা সানাদের সঙ্গে হ্যান্ডশেক নাও করতে পারে। 
 
এদিকে উত্তেজনার আগুনটা আরো উস্কে দিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার শোভা পন্ডিতl তিনি  হরমনপ্রীতকে পাকিস্তানি ক্রিকেটারদের উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা চাইব হরমনপ্রীতেরাও যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতে হাত না মেলায়। তাছাড়া মাঠেও ওদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই।’
 
সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘হরমনপ্রীতদের উচিত ভারতীয় পুরুষ দলকে  অনুসরণ করা। সূর্যকুমার যাদরবা যেমন আচরণ করেছে এইরকম আচরণ পাকিস্তানিদের সঙ্গে হরমনপ্রীতদেরও করা উচিত।’
 
এনিয়ে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘আমাদের সাজঘরে এসব নিয়ে কোন কথা হয়নি। আমরা নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা। অন্য কিছু নিয়ে আমরা ভাবছি না।’