বর্ষাপাড়ায় ইতিহাস: প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজন অসমে

Story by  atv | Posted by  Aparna Das • 2 d ago
বর্ষাপাড়ায় ইতিহাস, প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজন অসমে
বর্ষাপাড়ায় ইতিহাস, প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজন অসমে
 
গুয়াহাটি 

অসমের ক্রীড়া ইতিহাসে আজ যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজন করেছে অসম। বিশ্বকাপের আসরের ভেন্যুর তালিকায় এবার নাম উঠেছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের। যদিও ২০২৩ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল, তবে মূল প্রতিযোগিতার কোনো ম্যাচ এর আগে এই মাঠে খেলা হয়নি।

গায়ক জুবিন গার্গের মৃত্যুতে সমগ্র অসম শোকে আচ্ছন্ন হলেও, তার মধ্যেই বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত হয়েছে অসম ক্রিকেট সংস্থা। আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অসম ক্রিকেট সংস্থা। আজ বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচ।
 
আজ দুপুর ১২টা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে সব গেট। দুপুর ২টা থেকে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। মিড-ইনিংস চলাকালীন ২০ মিনিটের একটি সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে। প্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। কণ্ঠশিল্পী পাপন, শ্রেয়া ঘোষাল এবং জয় বরুয়া পরিবেশন করবেন সংগীত। এই উদ্বোধনী অনুষ্ঠানে জুবিন গার্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে অসম ক্রিকেট সংস্থা।