শান্তিপ্রিয় রায়চৌধুরী :
এশিয়া কাপ শেষ হয়েও ভারত পাকিস্তানের নাটক শেষ হলো নাl পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সেই নাটক অব্যাহত থাকলো l খেলা শেষে বোঝাই যাচ্ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবার একটা বিতর্ক শুরু হবে l
গুঞ্জনটা সত্যি হলোl স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুই হচ্ছিল না। দীর্ঘ অপেক্ষার পর প্রায় মাঝরাতে শুরু হয় এই আয়োজন। সেখানে জন্ম হল এই নতুন নাটকের।
ব্যক্তিগত পুরস্কারগুলো তখন দেওয়া শেষ। পাকিস্তানের ক্রিকেটাররা একে একে রানার্স আপের মেডেল পেলেন মঞ্চের অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হাতে রানার্স আপের প্রাইজমানির প্রতীকী চেকও তুলে দেওয়া হলো। এরপর চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটারদের মেডেল, প্রাইজমানির চেক ও ট্রফি দেওয়ার পালা। কিন্তু সেই পর্বের ভারতীয় ক্রিকেটারদের দেখায় গেল না!
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ধারাভাষ্যকার সাইমন ডুল তখন বললেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ভারতীয় দল আজকে রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। কাজেই ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হয়ে যায়।”
কারনটা কি? পরে জানা গেল, ভারতীয় দল নাকভির কাছ থেকে পুরস্কার নিতে চায়নি। এসিসির সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা ছিল নাকভির। ভারতীয় দল চেয়েছিল, নাকভি ছাড়া অন্য কারও কাছ থেকে পুরস্কার নিতে।
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বির তিন ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা, ম্যাচ রেফারির বিরুদ্ধে পিসিবির অভিযোগ, রাজনৈতিক মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে পিসিবির অভিযোগ, এইসব ঘটনার মধ্য দিয়েই এশিয়া কাপ শেষ হলো lপরিস্থিতি উত্তপ্তই ছিল। সেই উত্তেজনার আগুনে ঘি পড়ল ফাইনালের ট্রফি নেওয়া নিয়ে।
ট্রফি না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেভাজিৎ সাইকিয়া। তিনি জানান, নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি তুলে ধরবেন।
তিনি বলেন,ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছেl তাই আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেওয়া হবে নাl এজন্যই তার কাছ থেকে ট্রফি আমরা নিতে চাইনি । আর এই নয় যে, ওই ভদ্রলোক ট্রফি, মেডেল নিয়ে হোটেল রুমে চলে যাবেন! উনি যা করলেন এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব, শুভ বোধের উদয় হবে। ট্রফি ও মেডেলগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে।”