শান্তি প্রিয় রায়চৌধুরী
পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে ছিল অনেক সংশয়। ক্রিকেটের বাইশ গজে পাকিস্তান’ কে বয়কট করতে পারে টিম ইন্ডিয়া, এমনটাই অনুমান করা হচ্ছিল। সমস্যাটা আরও জটিল হয়েছিল লেজেন্ডস লিগকে ঘিরে, যখন প্রাক্তন পাকিস্তানিদের বিরুদ্ধে হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়নারা টুর্নামেন্টে খেলতে রাজি না হওয়ায় পর। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে পাকিস্তান থাকা সত্ত্বেও বিসিসিআই এশিয়া কাপে অংশ নিয়েছে। টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে।
এর মধ্যে গ্রুপ ও সুপার ফোর এর ম্যাচ, দু'দুটি ম্যাচেই ভারত জিতেছে। এমনিতেই ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে থাকে উত্তেজনা। সেই উত্তেজনা আবার এশিয়া কাপে ছড়াল হ্যান্ডসেক বিতর্ককে কেন্দ্র করে। একে দুটি ম্যাচ হারা, তার ওপর হ্যান্ডসেক বিতর্ক নিয়ে ফাইনাল ম্যাচ ঘিরে রয়েছে দারুণ এক উত্তেজনা।
এই অবস্থায় ফাইনাল ম্যাচ ঘিরে টিকিটের দর আকাশ ছুঁয়েছে। টিকিটের দাম ঘোরাফেরা করেছে ২৬২৫৬ টাকা (১১০০ দিরহাম) থেকে ১৫.৭৫ লক্ষ টাকার (৬৬০০০ দিরহাম) মধ্যে। ম্যাচের টিকিট নিয়ে চলছে কালোবাজারিও। এসব কিছুর পরও এই ম্যাচে পরিসংখ্যানে কারা এগিয়ে।
১৯৮৪ সালে এশিয়া কাপ ক্রিকেট শুরু হলেও কখনও দুই প্রতিবেশী দেশ শিরোপা নির্ধারণী ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেনি। তা একদিনের ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট, দুই দলই বহুবার শিরোপা জিতলেও কখনও ফাইনালে মুখোমুখি হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। তারা মোট ৮ বার শিরোপা জিতেছে। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র ২টি শিরোপা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। আর শ্রীলঙ্কা ৬টি শিরোপা জিতে রয়েছে দ্বিতীয় স্থানে। ভারত ও পাকিস্তান মিলিয়ে ১০টি ট্রফি জিতলেও ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে।
ভারত পাকিস্তান ফাইনাল হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল খুশি:
ভারত-পাকিস্তান ফাইনালে ওঠায় লাভ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। কারণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে ওঠায় আয়ের অঙ্ক বেড়ে যাবে এসিসির। আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিজ্ঞাপন আর ব্রডকাস্টারদের বাড়তি আগ্রহ, বেশি টাকা কামানোর সুর্বণ সুযোগ।
ক্রিকেট বিশ্লেষকরা কী বলছেন:
কেউ কেউ বলছেন, ফাইনালের আগে পাকিস্তান যেহেতু দুইবার ভারতের কাছে হেরেছে,এছাড়া হ্যান্ডশেক বিতর্কের মতো ঘটনা ঘটেছে- ফাইনালে এই জেদগুলোকেই শক্তিতে রূপান্তর করতে পারে পাকিস্তান। এর ব্যতিক্রম হলে পাকিস্তানের পরাজয় অবশ্যম্ভাবী। কারণ অতীত সমীকরণে পাকিস্তানের তুলনায় ভারত অনেক-অনেক এগিয়ে।
সুতরাং এশিয়া কাপে এতদিন ফাইনালে মুখোমুখি না হওয়া উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কে জেতে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।