শান্তি প্রিয় রায়চৌধুরী:
বার্সেলোনার লামিনে ইয়ামালকে হারিয়ে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এ ছাড়া, টানা তৃতীয়বারের মতো প্রথম মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি। তিনি ছাড়িয়ে গেলেন দুইবার জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই পুরস্কার, ব্যালন ডি’আর ২০২৫। উসমান দেম্বেলে গত মরসুমে ফরাসি জায়ান্টদের ট্রেবল জয়ের পথে অন্যন্য অবদান রেখেছেন। গত মরসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রেখেছিলেন দেম্বেলে।
প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেছেন ৫৩টি ম্যাচ খেলে। আর তার সহায়তা ছিল ১৬টিতে। আর ২৭ বছর বয়সী বনমাতি গত মরসুমে বার্সেলোনা মহিলা দলের ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রেখেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি। তাছাড়া উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মরসুম-সেরা খেলোয়াড়ও হয়েছেন।
এছাড়া ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার বর্ষসেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করেছে।পুরুষ বিভাগে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্না স্লট, চেলসির এন্টসো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তেকে।দলকে ট্রেবল জেতানোর জন্য এই স্প্যানিয়ার্ড পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি।মহিলা ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড মহিলা দলের কোচ সারিনা ভিগমান।
গত বছর থেকে ব্যালন ডি’অর পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত করা হয়। যেটি দেওয়া হয় নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে। গতবছর পুরুষদের সেরা কোচ হন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। আর মহিলা বিভাগে জয়ী হন চেলসির কোচ এমা হায়েস।
এবার বর্ষসেরা গোলরক্ষক হিসেবে দোন্নারুম্মার নাম ঘোষণা করা হয়। ২০১৯ সাল থেকে দেওয়া হচ্ছে ইয়াশিন ট্রফি। প্রথমবার এই পুরস্কার জেতেন ব্রাজিলের আলিসন। এবার প্রথমবার এই পুরস্কার জেতেন দোন্নারুম্মা। বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলা দীর্ঘদেহী এই গোলরক্ষক জিতলেন দ্বিতীয়বার।
গত দুই বছরে এই পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তিনি ছাড়া একাধিকবার ইয়াশিন ট্রফি জিততে পারেননি আর কেউ। এবার তার সঙ্গী হলেন দোন্নারুম্মা।যিনি গত মরসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। আর মহিলা ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড মহিলা ফুটবলের হ্যানা হ্যাম্পটন।
এদিকে প্যারিসে সোমবার ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় ।২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। প্রথমবার জেতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
ইয়ামাল প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন দুইবার। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথম জেতেন গত বছর।মেয়েদের মধ্যে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার আরেক ফরোয়ার্ড ভিকি লোপেস।
আর সোমবার প্যারিসে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে গতবারের সেরা ক্লাবের পুরস্কার জেতে পিএসজি। পুরস্কারটি তুলে দেওয়া হয় ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির হাতে।