কমনওয়েলথ ওয়েট লিফটিং-এ স্বর্ণপদক জিতে ফের আলোচনায় মীরাবাই চানু

Story by  atv | Posted by  Aparna Das • 2 h ago
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী মীরাবাই চানু
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী মীরাবাই চানু
 
আহমেদাবাদ

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন। তিনি এই জয়কে বর্ণনা করেছেন “অবিরাম পরিশ্রমের ফল” হিসেবে।

২০২৪ প্যারিস অলিম্পিকের পর প্রথমবার প্রতিযোগিতায় নামেন চানু। তিনি মোট ১৯৩ কেজি তুলেন—৮৪ কেজি স্ন্যাচ এবং ১০৯ কেজি ক্লিন অ্যান্ড জার্কে, যা তাঁকে শীর্ষে তোলে এবং ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা এনে দেয়, জানিয়েছে Olympics.com।
 
জয়ের পর চানু বলেন, “আহমেদাবাদে স্বর্ণপদক জিততে পেরে আমি সত্যিই আনন্দিত। প্যারিস অলিম্পিকের এক বছর পর স্বদেশের মাটিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার জন্য বিশেষ মুহূর্ত ছিল, আর দর্শকদের সমর্থন আমাকে অপরিসীম প্রেরণা দিয়েছে। এই জয় আমার নিরলস পরিশ্রম, কোচদের দিকনির্দেশনা এবং গোটা দেশের উৎসাহের ফল। আসন্ন অক্টোবরের বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে এটি আমার জন্য বড় আত্মবিশ্বাসের উৎস, আর আমি সর্বোচ্চটা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব।”
মহিলাদের ৪৮ কেজি বিভাগে চানু তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় সেরা স্ন্যাচ তুলেছিলেন, যদিও প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। তৃতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি তুলতে গিয়েও সফল হতে পারেননি।
 
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১০৫ কেজি দিয়ে শুরু করে দ্বিতীয় প্রচেষ্টায় ১০৯ কেজি তুলতে সক্ষম হন। শেষ প্রচেষ্টায় ১১৩ কেজি তুলতে না পারলেও তাঁর মোট ওজন স্বর্ণপদক নিশ্চিত করে।
 
পদক তালিকা সম্পূর্ণ করেন ভারতের সুনীল দালভি, যিনি ১৭৭ কেজি (৭৬ কেজি স্ন্যাচ + ১০১ কেজি ক্লিন অ্যান্ড জার্ক) তুলে রৌপ্য জেতেন, এবং নাইজেরিয়ার রুথ আসুকুো নিয়ং, যিনি ১৬৭ কেজি (৭২ কেজি + ৯৫ কেজি) তুলে ব্রোঞ্জ জেতেন।
 
২০২৪ প্যারিস অলিম্পিকে চানু মহিলাদের ৪৯ কেজি বিভাগে ১৯৯ কেজি (৮৮ কেজি স্ন্যাচ + ১১১ কেজি ক্লিন অ্যান্ড জার্ক) তুললেও পদক জিততে পারেননি। তবে ২০২০ টোকিও অলিম্পিকে তিনি একই বিভাগে রৌপ্য জিতেছিলেন।
 
আন্তর্জাতিক ওয়েট লিফটিং  ফেডারেশন (IWF) নতুন ওজন বিভাগ প্রবর্তন করে এবং ৪৯ কেজি বিভাগ বাতিল করায়, চানু এখন ৪৮ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।