ডাল লেকে ঐতিহাসিক সূচনা, খেলো ইন্ডিয়া জলক্রীড়ায় আশার আলো দেখছেন ওমর আবদুল্লাহ

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
শ্রীনগরে খেলো ইন্ডিয়া ওয়াটার গেমসের উদ্বোধনে এলজি মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
শ্রীনগরে খেলো ইন্ডিয়া ওয়াটার গেমসের উদ্বোধনে এলজি মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
 
শ্রীনগর

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বৃহস্পতিবার আশা প্রকাশ করেন যে প্রথমবারের মতো আয়োজিত খেলো ইন্ডিয়া জলক্রীড়া উৎসব কেন্দ্রশাসিত অঞ্চলের যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উপত্যকায় এ ধরনের আরও বহু অনুষ্ঠানের সূচনা ঘটাবে।
 
ডাল লেকে অনুষ্ঠিত এই ঐতিহাসিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা ক্রীড়ার চেতনার সঙ্গে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যকে একাত্ম করেছে।”
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
 
সমবেত জনতাকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী আবদুল্লাহ আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই উৎসব উপত্যকার যুবকদের সামনে নতুন দিক উন্মুক্ত করবে এবং এর মধ্য দিয়ে কাশ্মীরে এ ধরনের আরও বহু ক্রীড়া অনুষ্ঠানের সূচনা ঘটবে।
 
শ্রীনগরের ডাল লেকে খেলো ইন্ডিয়া ওয়াটার গেমস ইভেন্ট
 
তিনি স্মরণ করিয়ে দেন যে জম্মু-কাশ্মীরের সঙ্গে খেলো ইন্ডিয়ার দীর্ঘ সম্পর্ক রয়েছে, কারণ গুলমার্গে ইতিমধ্যেই পাঁচবার শীতকালীন গেমস অনুষ্ঠিত হয়েছে।
 
তিনি বলেন, “যখন আমরা খেলো ইন্ডিয়ার নাম শুনি, তখনই শীতকালের কথা মনে পড়ে যায়, কারণ আমরা ছোটবেলা থেকেই বরফে খেলাধুলার মধ্যে বড় হয়েছি। কিন্তু আজ, এটি আমাদের জন্য বিরাট গর্বের বিষয় যে ডাল লেক খেলো ইন্ডিয়ার প্রথম জলক্রীড়া উৎসবের আয়োজক হয়েছে।”
 
ডাল লেককে শ্রীনগরের পরিচয় বলে উল্লেখ করে আবদুল্লাহ বলেন, এই হ্রদ প্রজন্মের পর প্রজন্মকে জীবিকা, বিনোদন ও রোমাঞ্চ দিয়ে লালন করেছে। তিনি কাশ্মীরে জলক্রীড়ার ঐতিহ্য হিসেবে ওয়াটার স্কিইং এবং বিখ্যাত ডাল ক্রস সাঁতার প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন।
 
ক্রীড়াত্মক মানসিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সবাই জয়ী হবে না, কিন্তু প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগিতার আনন্দ, ইতিহাসের অংশ হওয়ার গর্ব এবং খেলাধুলার প্রকৃত চেতনাকে উদযাপনের অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে যাবেন।”