শান্তি প্রিয় রায়চৌধুরী:
ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে সুখবর খবর। ইতালির বিশ্বখ্যাত জুভেন্টাস এফসি ভারতে আসছে বিশ্বমানের ফুটবল প্রশক্ষিন দিতে। তেলেঙ্গানা সরকারের সাথে বিশেষ অংশীদারিত্বের মাধ্যমে প্রশিক্ষণ শিবির হবে।
জুভেন্টাস শুধু খেলোয়াড়দের নয়, স্থানীয় কোচদেরও এই প্রজেক্টের মাধ্যমে উন্নত মানের ট্রেনিং দেবে, যাতে ভারতীয় ফুটবলের সামগ্রিক মান উন্নত হয়।
তেলেঙ্গানা সরকার ক্রীড়া ক্ষেত্রে বড়সড় বিনিয়োগ করছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, অ্যাকাডেমি গুলোতে বিনিয়োগের পর এবার তারা জুভেন্টাসকে আনছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেছেন, “এটি শুধু একটি ফুটবল প্রজেক্ট নয়, এটি আমাদের যুবকদের জন্য একটি আন্তর্জাতিক সুযোগ।”
স্থানীয় ফুটবলপ্রেমীরা এই খবরে উচ্ছ্বসিত। হায়দরাবাদের তরুণ খেলোয়াড়রা মনে করছেন, জুভেন্টাসের মতো বিশ্বমানের ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া মানে আন্তর্জাতিক ফুটবলে পা রাখার সুবর্ণ সুযোগ।
তারা মনে করছে, জুভেন্টাসের মতো দল প্রশিক্ষণ দিলে, তাহলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল হবে।"
তেলেঙ্গানা সরকার এবং জুভেন্টাসের এই উদ্যোগ পথ দেখাবে ভারতীয় দলকে।