শান্তি প্রিয় রায়চৌধুরী:
গত মাসে রজার বিনি বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিসিআই এখন চলছে অস্থায়ী সভাপতির অধীনে। নতুন সভাপতি হওয়ার ব্যাপারটা নিয়ে শনিবার বৈঠক ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বাড়িতে। বৈঠকে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ ও বোর্ডের প্রথম সারির কর্মকর্তারা। নতুন সভাপতি নির্বাচন নিয়ে কিছুদিন ধরে জোরালোভাবে শোনা যাচ্ছিল প্রাক্তন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও হরভজন সিং এর নাম।
কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে এই আসরে এসে গেছে নতুন এক নাম মিঠুন মানহাস! ঘোষণা না হলেও শোনা যাচ্ছে তিনিই ভারতীয় বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন, যা ঠিক হয়ে গেছে শনিবারের বৈঠকে।শোনা যাচ্ছে, শনিবার রাতে দিল্লিতে দীর্ঘ বৈঠকের পর বোর্ড সদস্যরা তার নাম চূড়ান্ত করে ফেলেছেন। এর ফলে তিনিই হবেন প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি জম্মু-কাশ্মীর থেকে উঠে এসে বিসিসিআইয়ের শীর্ষ পদে বসছেন।
রবিবার, ২১ সেপ্টেম্বর মিঠুন মানহাস মুম্বাই উড়ে এসে সভাপতির পদে মনোনয়নপত্র জমা দেন। কারন ২২ সেপ্টেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৮ সেপ্টেম্বরের এজিএমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই নিশ্চিত সূত্র জানাচ্ছে।
২০১৯ সাল থেকে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মানহাস। উল্লেখ্য তিনি আগে বিসিসিআইয়ের এজিএমে রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন।
মিঠুনের বোর্ড সচিব হওয়ার পেছনে বোর্ড সভাপতি দেবজিত শইকিয়ার প্রভাবও আছে বলে জানা গেছে । এদিকে একাধিক প্রাক্তন ক্রিকেটার যেমন বীরেন্দর সেহওয়াগ ও যুবরাজ সিং মানহাসের ক্রিকেট জ্ঞান ও নেতৃত্বের প্রশংসা করেছেন। মানহাস প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে করেছেন ৯৭১৪ রান, গড় ছিল ৪৫.৮২। তার শতক সংখ্যা ২৭।
মিঠুন ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। এছাড়াও আইপিএলে বর্তমান পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসের সঙ্গে কাজ করেছেন তিনি।