দেবকিশোর চক্রবর্তী, কলকাতা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র পত্র বোমায় রীতিমতো বিধ্বস্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ছত্রে ছত্রে আক্রমণ, নির্বাসনের হুমকি দিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সংবিধান তৈরি করার নির্দেশ দিয়েছে ফিফা। সেই সঙ্গে নির্বাচনের সময় সীমাও বেঁধে দিয়ে ফেডারেশন কর্তাদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা চলছে, তা নিয়ে এতোদিনে সত্যি সত্যি নড়েচড়ে বসেছে। এ আই এফ এফ-কে চিঠি লিখে ফিফা সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়ে জানিয়েছে, নির্দেশ আমান্য করলে কপালে দুঃখ আছে। আর চিঠিতে উল্লেখ করা নির্দেশ কার্যকরী না হলে ফের নির্বাসনের খাঁড়া পর্যন্ত নেমে আসতে পারে ভারতীয় ফুটবলের জন্য।
এর আগে ২০২২ সালে ফিফা নির্বাসিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেই নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটা কমিটিও তৈরি করা হয়েছিল। যার মাধ্যমে ক্ষমতায় আসেন বর্তমান এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের অপ্রতিরোধ্য এই প্রাক্তন গোলরক্ষক কল্যাণ তখনই ঠিক করেছিলেন, সংবিধান তৈরি করে তবেই নতুন করে নির্বাচন হবে। সেটা নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। সম্প্রতি তার শুনানি শেষ হয়েছে, দ্রুত তার রায়দানও করা হতে পারে।
এদিকে ফিফার পর্যবেক্ষণ, ভারতীয় ফুটবল ফেডারেশনের যারা ক্ষমতায় রয়েছেন, তাঁরা কোনও ভাবেই এই নতুন সংবিধান তৈরির জন্য উদ্যোগ নেননি। এমনকী নির্বাচন করার বিষয়টি নিয়েও তারা রহস্যজনকভাবে 'নীরব'। এহেন পরিস্থিতি দেখে ফিফা দু'পাতার চিঠিতে ছত্রে ছত্রে ভর্ৎসনা করেছে ফেডারেশনকে। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার বক্তব্য, ভারতীয় ফুটবলের প্রচার প্রসার এবং বিপনন কার্যত শূন্য। সবটাই অন্ধকারে থাকার মতো অবস্থা। জাতীয় লিগ হবে কি না তারও কোনো ঠিক নেই। সেই সঙ্গে নির্বাচন করা নিয়েও কোনও পদক্ষেপ চোখে পড়ে নি।
এই দীর্ঘ অচলাবস্থার ফলে ফেডারেশনে (AIFF) প্রশাসনিক এবং পরিচালনাগত সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ক্লাব ও ফুটবলাররা অন্ধকারে। আর্থিক চুক্তি কী হবে, কেউ জানে না। যা ভারতীয় ফুটবলের সার্বিক অবস্থা, মূলত আইএসএলের ক্লাবগুলোর বিরাটভাবে ক্ষতি করছে। আন্তর্জাতিক ফুটবলারের যে সংগঠন অর্থাৎ FIFPRO, তারা পর্যন্ত ফিফাকে চিঠি লিখে জানিয়েছে, ভারতে ফুটবলাররা বেকার, কর্মহীন। কারণ ভারতের ফুটবল লিগটাই হবে কি না কোনও ঠিক নেই।
ফিফার চিঠিতে স্পষ্ট বলা আছে, 'সংশোধিত সংবিধান তৈরি ও তার প্রয়োগে এআইএফএফের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন।' ফিফা ও এএফসি'র তরফ থেকে প্রধানতঃ তিনটি পয়েন্টে বলা হয়েছে,
১। ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে।
২। ফিফা ও এ এফ সি'র নিয়মনীতি অনুসারে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে।
৩। এআইএফএফের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদিত করতে হবে।
আর এই পুরো প্রক্রিয়াটা করতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে। আর এই সময়সীমার মধ্যে ব্যর্থ হলে ফিফা চরম পদক্ষেপ নিতে বাধ্য হবে।