চিনকে ৭-০ গোলে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
চিনকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
চিনকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
রাজগীর
 
হকি এশিয়া কাপের সুপার-৪ পর্বের শেষ ম্যাচে চিনকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৭-০ ব্যবধানে জিতে ফাইনালে টিকিট পাকা করেছে। এখন চ্যাম্পিয়ন হতে টপকাতে হবে ৫ বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে।

রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত ৫ বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। এর আগে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এ দিকে, মালয়েশিয়া এবং চিন ২-২ ম্যাচে হেরে সুপার-৪ পর্ব থেকে বাদ পড়েছে।
ক্রেইগ ফুলটনের দলে ছয়জন ভিন্ন ভিন্ন গোলদাতা ছিলেন। গোল পার্থক্যে কোরিয়ার চেয়ে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে আছে ভারত। চতুর্থ মিনিটে শিলানন্দ লাকরা গোল করে দলকে এগিয়ে দেন, এরপর সপ্তম মিনিটে দিলপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ সিং আরেকটি পিসি থেকে তৃতীয় গোল করে ভারতকে প্রথমার্ধে নেতৃত্ব দেন। তৃতীয় কোয়ার্টারে রাজকুমার পাল সিং এবং সুখজিৎ সিং স্কোরলাইনকে দৃষ্টির আড়ালে রেখেছিলেন, এরপর অভিষেক আরও দুটি যোগ করে চীনকে অসহায় করে তোলেন। ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ফিরে আসা ভারত রবিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার মুখোমুখি হবে।