নয়াদিল্লি
আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আই সি সি মহিলা বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে গুয়াহাটির এ.সি.এ. স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়াবেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
তবে জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তান মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করবে। দলের অধিনায়ক ফাতিমা সানা ভারতে না আসার কারণে দলটি অধিনায়কের ফটোশুট থেকেও সরে দাঁড়াবে বলে জানা গেছে।
উল্লেখ্য, একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবারে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতে। ৫ই অক্টোবর কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি।
অন্যদিকে, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের আগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী সব দল ও তাদের অধিনায়করা এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোশুটে অংশ নেওয়ার ঐতিহ্য রয়েছে।