২৮ সেপ্টেম্বর বি সি সি আই-র এ জি এম, ঐ দিনই সভাপতি নির্বাচন,আলোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায়

Story by  atv | Posted by  Aparna Das • 12 d ago
সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল)
সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল)
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী

২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা(এজিএম)। নির্বাচনের আগে আজ শনিবার বি সি সি আই-র পূর্ণ সদস্যদের প্রতিনিধিদের নিয়ে বসছে এক বৈঠক। বৈঠকে আলোচনার বিষয় বস্তু বি সি সি আই-র নতুন সভাপতি নির্বাচন। কে আসছেন রজার বিনির জায়গায়, তা নিয়ে সরগরম মুম্বই। ২২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। 
 
এবার সভাপতি নির্বাচনে সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁরই বাড়িতে বসছে বৈঠক। এই বৈঠকে যোগ দিতে অমিত পুত্র বর্তমান আই সি সি-র চেয়ারম্যান জয় শাহ আসছেন। এই বৈঠকেই বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট  কে হবেন তা নিয়ে আলোচনা হবে এবং ঠিকও হয়ে যাবে।
 
সভাপতি নির্বাচনে কারা এগিয়ে আছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেক এগিয়ে রয়েছেন প্রাক্তন বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সি এ বি-র পক্ষ থেকে শুক্রবারই বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সভায় সি এ বি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ।
 
এই লড়াইয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। শোনা যাচ্ছিল হরভজনকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সূত্রের খবর, হরভজন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাকি একটু পিছিয়ে পড়েছেন। তবে হরভজন এই লড়াইয়ে নেই, তা বলা যাচ্ছে না। কারন হরভজনের নাম পাঠিয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা।
 
আর শেষ ল্যাপের লড়াইয়ে চলে এসেছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের রঘুনাথ ভাট, যিনি মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে পরপর দুবার দক্ষিণ ভারত থেকে সভাপতি হওয়ার সম্ভাবনা কম। এক্ষেত্রে রঘুনাথ ভাট অবশ্যই কিছুটা পিছিয়ে। 
 
আজকের বৈঠকেই নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারনা। আর এই তিন প্রতিযোগীর মধ্যে অবশ্যই এগিয়ে প্রাক্তন বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে সৌরভ ও হরভজনের মধ্যেই একজন সভাপতি হতে পারেন।
 
তাহলে আবারো কি সৌরভ ফিরছেন মসনদে? ২০১৯ সালে বি সি সি আই সভাপতি হয়েছিলেন মহারাজ। ২০২২ সালে তার স্থলাভিসিক্ত হন রজার বিনি। তবে এবারও সৌরভের নাম ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তাতে ক্রিকেট মহল থেকে ক্রীড়া প্রেমীরা, সকলেই চোখ রেখেছেন বি সি সি আই-র নির্বাচনের দিকে।
 
নির্বাচনটা হয়তো আজ শনিবারই হয়ে যাবে। কিন্ত ফল প্রকাশ হবে আগামী ২৮ সেপ্টেম্বর মহা ষষ্ঠীর দিন।
সেদিনই বড় চমক অপেক্ষা করছে! এর জন্য অপেক্ষা আর কয়েকটা দিনের।