আজ কলকাতায় রঞ্জি ট্রফি ম্যাচে অসম মুখোমুখি হবে বাংলার, পরিসংখ্যানে বাংলা অনেক এগিয়ে

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 21 d ago
আজ কলকাতায় রঞ্জি ট্রফি ম্যাচে অসম মুখোমুখি হবে বাংলার, পরিসংখ্যানে বাংলা অনেক এগিয়ে
আজ কলকাতায় রঞ্জি ট্রফি ম্যাচে অসম মুখোমুখি হবে বাংলার, পরিসংখ্যানে বাংলা অনেক এগিয়ে
 
শান্তি প্রিয় রায়চৌধুরী:

আজ কলকাতায় রঞ্জি ট্রফির ম্যাচে অসম মুখোমুখি হবে শক্তিশালী বাংলার। ম্যাচটি অনুষ্ঠিত হবে কল্যাণীতে। 

সামগ্রিক রেকর্ডে বাংলার পারফরম্যান্স অসমের চেয়ে অনেক এগিয়ে। বাংলা দুবার রঞ্জি ট্রফি জিতেছে এবং ১৩ বার রানার্স আপ হয়েছে, যেখানে অসমের সেরা ফলাফল হল একবার সেমিফাইনাল খেলা। 
 
 

বাংলার রঞ্জি ট্রফি রেকর্ড:

বাংলার রঞ্জি ট্রফি দুবার  জিতেছে। প্রথমবার ১৯৩৮-৩৯ মরসুমে। আর দ্বিতীয়বার জিতেছে ১৯৮৯-৯০ মরসুমে। আর
রানার্স আপ হয়েছে ১৩ বার, যা মুম্বাইয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ফাইনাল খেলার রেকর্ড।

ব্যক্তিগত রেকর্ড:

 
বাংলার মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফিতে ৮,৬৩৫ রান করেছেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে অন্যতম। 

অসমের রঞ্জি ট্রফি রেকর্ড:

রঞ্জিতে অসমের সেরা ফলাফল ২০১৫-১৬ মরসুমে। সেবার প্রথমবারের মতো রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল অসম, যা তাদের টুর্নামেন্টের ইতিহাসে সেরা পারফরম্যান্স।

ব্যক্তিগত রেকর্ড:

অসমের হয়ে রিয়ান পরাগ রঞ্জি ট্রফিতে ৫৬ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করার কাছাকাছি পৌঁছেছিলেন, যা টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম দ্রুততম ইনিংস।

দু'দলের সাম্প্রতিক লড়াই:

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ২০২৩-২৪ মরসুমে অসম বাংলার কাছে ১৬২ রানে পরাজিত হয়েছিল। যেখানে বাংলার বোলার সুরোজ জয়সওয়াল দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। সামগ্রিক দিক থেকে বাংলা অসমের থেকে অনেক এগিয়ে। 

উল্লেখ, অসম ১৯৪৮-৪৯ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করে এবং ২০০২-০৩ মরসুম পর্যন্ত ইস্টার্ন জোনের অংশ ছিল।

বাংলা ও অসম দল পর্যালোচনা :


ইন্ডিয়া ‘এ’ টিমের খেলা শেষ। আবারও বাংলার ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন অভিমন্যু ঈশ্বরন। কল্যাণীতে কাল থেকে শুরু হতে চলা অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে অভিমন্যু যেমন ফিরেছেন, তেমনই খেলবেন মহম্মদ সামি। আগের ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন সামি।

আকাশ দীপ টেস্ট খেলছেন। অভিষেক পোড়েল রাইজিং এশিয়া কাপের টিমে রয়েছেন। এই দু’জন বাদে বাকি পুরো টিমই রয়েছে বাংলার। রেলওয়েজের বিরুদ্ধে বোনাস সহ সাত পয়েন্ট নিয়ে ফিরেছেন লক্ষ্মীরতন শুক্লারা। সেই ম্যাচে অভিমন্যু, সামি ছিলেন না। তা সত্ত্বেও দাপিয়ে খেলেছিল বাংলা। এ বার ঘরের মাঠে অসমের বিরুদ্ধে শুরু থেকেই যে চাপ তৈরি করবেন অনুষ্টুপরা, এ নিয়ে কোনও সন্দেহ । তবে এই ম্যাচে আবারও  নজর থাকবে মহম্মদ সামির পারফরম্যান্সের দিকে। বিশ্রামের পরে আবার ফিরে আসছেন তিনি।

অসম দল :

অসমের রঞ্জি দল এবার খুব একটা খারাপ দল নয়। তাদের অধিনায়ক রিয়ান পরাগ তো অসাধারন। সম্প্রতি অসম একটি ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে  আকর্ষণীয় ম্যাচ খেলেছে। রিয়ান পরাগ এই ম্যাচে দারুণ খেলেছেন এবং দলকে গুরুত্বপূর্ণ লিড দিয়েছেন। 
তাছাড়া রিয়ান পরাগ সম্প্রতি একটি ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

যাদের দিকে লক্ষ্য থাকবে:
বাংলা:(ব্যাটসম্যান) 
*সুদীপ কুমার ঘরামী(৬১০ রান) 
*সুদীপ চ্যাটার্জী (৫৫৮ রান) 
বাংলা:(বোলার) :
*সুরজ জয়সওয়াল(৩৮ উইকেট) 
*মহম্মদ সামি(২২ উইকেট) 

অসম:(ব্যাটসম্যান) :
*সুমিত ঘড়ি গাওকার(৭৭৪ রান) 
*শিবশঙ্কর রায়(৬৯০রান) 
অসম:( ব্যাটসম্যান) :
*রাহুল সিঙ(২৯ উইকেট) 
*মুখতার হোসেন (২৩ উইকেট) 

বর্তমান পয়েন্ট টেবিলে কে কোথায়:


এবারের রঞ্জি ট্রফির পয়েন্ট টেবিলে বাংলা রয়েছে এলিট সি গ্রুপে। তারা ৪টি ম্যাচ খেলে পেয়েছে ২০ পয়েন্ট, রয়েছে তৃতীয় স্থানে।

আর অসম রয়েছেও এলিট গ্রুপ ডি তে। তারা ৪টি ম্যাচ থেকে পেয়েছে ৩ পয়েন্ট, রয়েছে গ্রুপের সর্বশেষ স্থানে।