আর্জেন্টিনা ঃ
২০২৬ বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য নতুন হোম কিট প্রকাশ করেছে জার্মান স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস।
অ্যাডিডাস এবার মোট ২২টি দেশের জার্সি প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ বেশ কয়েকটি দেশের নতুন জার্সি। মূলত যেসব জাতীয় দলের সঙ্গে অ্যাডিডাসের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, তাদের জার্সিই এবার প্রকাশ করা হয়েছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। নতুন আকাশী-নীল ও সাদা রঙের জার্সিতে রয়েছে উল্লম্ব স্ট্রাইপ এবং তিন রঙের গ্রেডিয়েন্ট ইফেক্ট। ডিজাইনে ফুটে উঠেছে দেশটির বিশ্বকাপজয়ের ইতিহাস ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের গৌরবময় মুহূর্তগুলোর স্মারক প্রতীকও রাখা হয়েছে এতে।
সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে এই নতুন জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে এই জার্সি পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১৮০ মার্কিন ডলার দামে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার থেকে ২২ হাজার টাকা। খেলোয়াড় সংস্করণের জার্সিতে থাকছে বিশেষ Climacool+ প্রযুক্তি, যা ঘাম শোষণ ও বায়ু চলাচল আরও কার্যকর করে তোলে।
নতুন এই জার্সি আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। অনেকের মতে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আড়ম্বরপূর্ণ ডিজাইনগুলোর সেরা ।