ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর উদযাপিত হবে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 23 h ago
ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) উদযাপিত হবে
ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) উদযাপিত হবে
নয়া দিল্লি

হিজরি সন ১৪৪৭-এর পবিত্র মাস রবিউল আউয়াল-এর চাঁদ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা যায়নি। এই কারণে পবিত্র সফর মাস সোমবার (২৫ আগস্ট) ৩০ দিনে পূর্ণ হবে এবং রবিউল আউয়ালের গণনা শুরু হবে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। ফলস্বরূপ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ৬ সেপ্টেম্বর (শনিবার) উদযাপিত হবে।

এই সিদ্ধান্ত রবিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে গৃহীত হয়, যার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক। এ বিষয়ে তথ্য ইসলামী ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় দেশের বিভিন্ন জেলার প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়। সকল প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে, ২৯ সফর ১৪৪৭ হিজরি (২৪ আগস্ট ২০২৫, রবিবার) সন্ধ্যায় রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি।

এই ভিত্তিতে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে ২৫ আগস্ট ২০২৫ (সোমবার) সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।সভায় চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট একটি খসড়া  উপস্থাপন করা হয়, যার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।