শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের দাপট। নভেম্বর জুড়ে কার্যত অনুপস্থিত থাকা ঠান্ডা আচমকাই জাঁকিয়ে বসতে শুরু করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব জায়গাতেই ক্রমশ নামছে পারদ, অনুভূত হচ্ছে শীতের ধাক্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই শীত এখনই থামার নয়, বরং পাল্লা দিয়ে নামবে তাপমাত্রা।
হাওয়া অফিসের আগের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে তাপমাত্রা ৩–৪ ডিগ্রি কমবে। তবে পূর্বাভাসের আগেই সেই পতন চোখে পড়েছে। ইতিমধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গায় কমতে শুরু করেছে, এবং আগামী দু’দিনের মধ্যে আরও ২ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। যদিও এর পরে বড় কোনও তাপমাত্রা পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই, সামগ্রিকভাবে শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে শীতের ছোঁয়া আরও স্পষ্ট। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই পারদ পতন দ্রুত দৃশ্যমান হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়া বইতে থাকায় শনিবারের মধ্যেই বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২–৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতা–সহ আশপাশের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা প্রবল। পশ্চিমের জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা নেমে পৌঁছতে পারে ১০–১২ ডিগ্রিতে। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বাড়বে ঠান্ডার দাপট।
উত্তরবঙ্গেও শীতের আগমন ধাপে ধাপে জোরদার হচ্ছে। সপ্তাহের শেষে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদহেও সকালের কুয়াশা ঘন হবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ শুষ্ক থাকবে, ফলে দিনের বেলা রোদের ঝিলিক থাকলেও শীতের অনুভূতি কমবে না।
রাজ্যের অধিকাংশ জেলাতেই সকালবেলার কুয়াশা ও শিশিরের উপস্থিতি বাড়ছে। বিশেষত সপ্তাহান্তে ভোরের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলবর্তী জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কুয়াশার ঘনত্ব তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই শীতের জন্য অপেক্ষায় ছিলেন রাজ্যবাসী। নভেম্বরজুড়ে বহু জায়গায় রাতেও ফ্যান চলেছে, ভোর ছাড়া শীতের অনুভূতি ছিল না বললেই চলে। তবে ডিসেম্বর পড়তেই পরিস্থিতি বদলেছে। আবহাওয়াবিদেরা মনে করছেন, বছরের শেষ এবং নতুন বছরের শুরু জাঁকিয়ে শীতের মধ্যেই কাটবে। এই শীত আরও কয়েকদিন নয়, বরং পুরো ডিসেম্বরজুড়েই সক্রিয় থাকতে পারে বলে তাদের অনুমান।
সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের দাপট এখন দৃশ্যমান। গঙ্গাপাড় থেকে পাহাড়, সবক্ষেত্রেই তাপমাত্রা নামছে, বাড়ছে কুয়াশা আর শিশির। রাজ্যবাসীর অপেক্ষার শীত অবশেষে হাজির, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে তার প্রকৃত রূপের প্রকাশ।