প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ এর অধ্যাপক অচ্যুত পোতদার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ এর অধ্যাপক অচ্যুত পোতদার
প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ এর অধ্যাপক অচ্যুত পোতদার
 
মুম্বাই 

আমির খানের ‘থ্রি ইডিয়টস' ছবির জনপ্রিয় সংলাপ ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ যার মুখে শোনা গিয়েছিল সেই অধ্যাপক অচ্যুত পোতদার ৯১ বছর বয়সের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।মারাঠি এই প্রবীণ অভিনেতা বেশ কয়েকদিন ধরেই বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতলে ভর্তি ছিলেন। আজ  থানেতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

৪০ বছরের বেশি দীর্ঘ অভিনয় জীবনে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত বিশিষ্ট ছবিগুলির মধ্যে ‘আলবার্ট পিন্টো কা গুস্সা কিউ আতা হ্যায়', ‘অর্ধসত্য’, ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান', ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’ ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং' এর মতন জনপ্রিয় ছবি রয়েছে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ এ যথেষ্ট কঠোর অধ্যাপকের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। চরিত্রটি দর্শকদের মনে আজও উজ্জ্বল হয়ে আছে। তার মুখে একটি বিশেষ সংলাপ ‘আরে,কেহনা ক্যা চাহতে হো’ যথেষ্ট জনপ্রিয় । 

প্রথম জীবনে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকলেও পরে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ক্যাপ্টেন পদে তিনি অবসর নেন। ৪৪ বছর বয়সে তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন সেখান থেকেই তার অভিনয় যাত্রা শুরু। অচ্যুত পোতদারের মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়া।